জীবননগরে গৃহকত্রীর হাতে গৃহপরিচারিকা আহত : হাসপাতালে ভর্তি

 

জীবননগর ব্যুরো: জীবননগর শহরের আঁশতলাপাড়ায় গতকাল শনিবার গৃহকত্রীর হাতে গৃহপরিচারিকা জহুরা বেগম (১৮) আহত হয়েছে। আহত গৃহপরিচারিকা জহুরা বেগমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, জীবননগর আঁশতলাপাড়ার প্রবাসী মনিরুজ্জামানের বাড়িতে একই গ্রামের শামসুল হকের মেয়ে জহুরা বেগম গৃহপরিচারিকার কাজ করতো। গোপনীয় একটি বিষয়কে কেন্দ্র করে গতকাল গৃহকত্রী আসমা আক্তার সেতু তার ওপর অমানষিক নির্যাতন করে। আহত অবস্থায় উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে উপজেলা লোকমোর্চা সাধারণ সম্পাদক আবু মো. আ. লতিফ অমলসহ নেতৃবৃন্দ হাসপাতালে ছুটে যান এবং তার পাশে দাঁড়ান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *