জীবননগরে আগামী ৫ আগস্ট ১৭ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থকে আগামী ৫ আগস্ট উপজেলার ১৭ হাজার ১০ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ উপলক্ষে গতকাল রোববার বেলা ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে প্রস্তুতিমূলক এক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, চিকিৎসক মাহমুদা খাতুন, হেলেনা আক্তার নিপা, প্রেসক্লাব সভাপতি মো. আনোয়ারুল কবির, হাফেজ মো. আব্দুল ওয়াদুদ প্রমুখ। সভায় উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে উপজেলার উথলী বাসস্ট্যান্ড, হাসাদাহ বাজার ও আন্দুলবাড়িয়া বাজারে ৩টি ভ্রাম্যমাণ কেন্দ্রসহ মোট ১১২ স্থানে ১৭ হাজার ১০ শিশুকে টিকা খাওয়ানো হবে। এর মধ্যে ৬ মাস হতে ১১ মাস বয়সের ১ হাজার ৯৯২ শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১ বছর বয়স থেকে ৫ বছর বয়স পর্যন্ত ১৫ হাজার ১৮ শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।