জীবননগরের রাজাপুর সীমান্ত থেকে বিদেশি পিস্তল গুলি ও ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রাজাপুর সীমান্ত থেকে একটি বিদেশি পিস্তল, দু রাউন্ড গুলি এবং ৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি-৬ চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন।

চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল এসএম মনিরুজ্জামান জানান, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তিনি সঙ্গীয় সৈনিকদের নিয়ে রাজাপুর সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ৭৩ বরাবর অভিযান চালালে চোরাচালানির দল অস্ত্র, গুলি ও ৪৭ বোতল ফেনসিডিল ফেলে পালিয়ে যায়। গতরাতে ওই এলাকায় অস্ত্র চোরাকারবারিদের ধরতে বিজিবির অভিযান চলে বলে বিজিবি সূত্র জানায়। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রটি ভারতীয় পিস্তল। যার দৈর্ঘ্য ৬ ইঞ্চি এবং ৮ মি.মি. সাইজের দু রাউন্ড তাজা গুলি।