জীবননগরের বাজদিয়ায় সংখ্যালঘু সম্প্রদাযের দুজনকে মারপিট

 

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের আন্দুলবাড়িয়ার বাজদিয়া গ্রামে সংখ্যালঘু সম্প্রদাযের দুজনকে মারপিটের অভিযোগ করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় গ্রামের হুপান ওরফে তোপানের ঘর জামাই জাহিদুল আতর্কিত হামলা চালিয়ে দু ভাইকে আহত করে। বাড়ির মহিলাদের ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয়।

হামলা কেন প্রশ্নের উত্তরে গ্রামের সুধীর শর্মার ছেলে জিতেন শর্মা বলছেন, আমি বাড়ির পাশে দোকান দিয়ে কামারের কাজ করি। গত শনিবার বিকেলে বাজদিয়া গ্রামের হুপান ওরফে তোপানের ঘর জামাই জাহিদুল হেঁসো তৈরি করতে দেয়। একদিন পরে দিতে বলে। আমি সারাদিন কাজে ব্যস্ত থাকায় কাজটি করতে পারিনি। সন্ধ্যায় হেঁসোটি নিতে এলে আগামীকাল দেবো বললে সে মালাউন বলে গালি দিয়ে উত্তোজিত হয়ে ওঠে। প্রতিবাদ করায় আমার দু ছেলে আনন্দ শর্মা ও নিরঞ্জন শর্মাকে কিল-ঘুষি মেরে রক্তাক্তভাবে আহত করে। বাড়ির মহিলারা এগিয়ে এলে জোছনা রাণীকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ঠেকাতে গেলে আমাকেও মারধর করে গ্রাম থেকে বিতাড়িত করার হুমকি দেয় ঘর জামাই জাহিদুল।