জীবননগরের বাঁকায় ফ্রি চিকিৎসা ক্যাম্প

 

জীবননগর ব্যুরো: জীবননগরের বাঁকা ইউনিয়নে চিকিৎসা সুবিধা বঞ্চিত হরদরিদ্র মানুষের ফ্রি চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগে এবং ওয়েভ ফাউন্ডেশন ও বাঁকা ইউনিয়ন পরিষদের যৌথ সহযোগিতায় পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ গতকাল রোবাবর ফ্রি এ চিকিৎসা ক্যাম্প পরিচালনা করে।

বাঁকায় অবস্থিত সমৃদ্ধি কর্মসূচির হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রওশন আরা বেগম সকালে প্রধান অতিথি হিসেবে এ ক্যাম্পের উদ্ধোধন করেন। বাঁকা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ মো. শাহাবুদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিসেফের নিউট্রেশন কনসালটেন্ট রুমানা শারমিন ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক মুন্সী মাহবুবুর রহমান বাবু। ওয়েভ ফাউন্ডেশনের কর্মকর্তা রবিউল ইসলাম বকুলের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমৃদ্ধি কর্মসূচির ইউনিয়ন সমন্বয়কারী আশরাফুজ্জামান। বিশিষ্ট নাক-কান ও গলা বিশেষ্ণজ্ঞ ডা. গোলাম রহমান চিকিৎসা ক্যাম্পে অর্ধশতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাসেবা প্রদান করেন। এ সময় হতদরিদ্র মানুষের হাতে বিনামূল্যে ওষুধ ও ব্যবস্থাপত্র তুলে দেয়া হয়।