জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট চুয়াডাঙ্গা জেলা শাখার ২১ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা

 

স্টাফ রিপোর্টার: জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট চুয়াডাঙ্গা জেলা শাখা নতুন জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত চান বেসকারি স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষক-কর্মচারীবৃন্দ ২১ দফা দাবি আদায়ের লক্ষ্য কর্মসূচি দিয়েছে। গতকাল সোমবার চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজমাঠে অনুষ্ঠিত প্রস্তুতিসভায় সিন্ধান্ত নেয়া হয় আগামী ১৫ জানুয়ারি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। ১০ মার্চ উপজেলা সদরে বিক্ষোভ কর্মসূচি করা হবে।

জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট চুয়াডাঙ্গা জেলা শাখা প্রধান সমন্বয়কারী লুৎফর রহমান স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অতীতের ন্যায় এমপিওভুক্ত বেসকারি শিক্ষক-কর্মচারীদের সরকারি শিক্ষক-কর্মচারীর অনুরূপ স্বয়ংক্রিয়ভাবে নতুন জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত করে স্কেল কার্যক্রমের দিন থেকে তা প্রদান করতে হবে। এমপিওভুক্তির শর্তপূরণকারী স্কুল-কলেজ ও মাদরাসা অনার্স-মাস্টার্স পাঠদানকারী শিক্ষক-কর্মচারীদের অবিলম্বে এমপিওভুক্ত করতে হবে। এ দাবিসহ ১১ দফা আদায়ের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। সকল কর্মসূচি সফল করার লক্ষ্যে বেসকারি স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষক-কর্মচারীদের প্রতি আহ্বান জানানো হয়।