জাকের পার্টির চুয়াডাঙ্গা সদর থানা শাখা আয়োজিত ইসলামি জনসভায় যুবরাজ

 

জিহাদের কথা বলে ওরা ক্ষুদ্র স্বার্থ চরিতার্থে মেতেছে

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলা জাকের পার্টি আয়োজিত ইসলামি জনসভায় বক্তব্য দিতে গিয়ে জাকের পার্টির কেন্দ্রীয় যুগ্মমহাসচিব মো. আব্দুল লতিফ খান যুবরাজ বলেছেন, আমাদের দেশের ৯০ ভাগ মানুষ মুসলিম। এ দেশে কিসের জিহাদ? কার সাথে জিহাদ। যারা জেহাদের কথা বলে তারা ক্ষুদ্র স্বার্থ চারিতার্থ করার জন্য এক ভাই অন্যভাইয়ের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে। ফলে ওই লেবাসধারীদের সম্পর্কে সকলকে সতর্ক থাকতে হবে।

গতকাল শুক্রবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা পৌর কলেজ মাঠে ইসলামী জনসভায় সভাপতিত্ব করেন সদর থানা জাকের পার্টির সভাপতি মো, শফিউদ্দীন। পৌর জাকের পার্টির সভাপতি মো. লেলিন খন্দকার পরিচালনা করেন। বিশেষ অতিথি ছিলেন জেলা জাকের পার্টির সভাপতি মো. মোস্তফা খান, সাধারণ সম্পাদক মশিউর রহমান মল্লিক, সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান, কোষাধ্যক্ষ সাইদুর রহমান বাচ্চু। পৌর সাধারণ সম্পাদক গোলাম মস্তফা, যুগ্মসাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, পৌর দফতর সম্পাদক হাসান তারেক ডলার, পৌর ছাত্রফ্রন্ট সভাপতি রবিউল আওয়ালা বিজয়, পৌর ৫ নং ওয়ার্ড সভাপতি হাজি মজিবর রহমান প্রমুখ।

কেন্দ্রীয় জাকের পার্টির যুগ্মমহাসচিব বক্তব্য দিতে গিয়ে আরো বলেছেন, ইসলাম হচ্ছে বস্ত্রহীনের বস্ত্র, নিরান্নের অন্ন, শিক্ষাহীনের শিক্ষা,  ইসলাম হচ্ছে আইনের শাসন। ইসলামের সুশীতল আশ্রয় নিশ্চিত করতেই জাকের পার্টির পতাকা তলে সকলকে সমাবেত হতে হবে।