জনপ্রশাসন পদকলাভ করায় জীবননগর ইউএনওকে সংবর্ধনা প্রদান

জীবননগর ব্যুরো: পুনর্বাসনের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি করে নড়াইল জেলার লোহাগড়া উপজেলাকে ভিক্ষুকমুক্ত করায় এবার দলগতভাবে জনপ্রশাসন পদকলাভ করেছেন লোহাগড়ার সাবেক ইউএনও বর্তমানে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মো. সেলিম রেজা। জনপ্রশাসন পদকলাভ করায় গতকাল সোমবার জীবননগর উপজেলা পরিষদের পক্ষ থেকে তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ইএনওর সভাকক্ষে উপজেলা চেয়ারম্যান অবু মো. আব্দুল লতিফ অমলের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মঞ্জুরুল ইসলাম, উপজেলা হিসাব রক্ষণ অফিসার ইসরাইল হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মোতাহার হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার আফাজ উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা পল্লি উন্নয়ন অফিসার মেহেদী হাসান, উপজেলা পল্লি জীবিকায়ন প্রকল্পের প্রকল্প কর্মকর্তা শামনুর রহমান, একটি বাড়ি ও একটি খামার প্রকল্পের ম্যানেজার আব্দুস সাত্তার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মুন্সি মাহবুবুর রহমান বাবু ও সহসম্পাদক জিএ জাহিদুল ইসলাম। গত রোববার জনপ্রশাসন দিবসে খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইউএনও মো. সেলিম রেজার হাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পদক ও সম্মাননাপত্র তুলে দেন। অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত পদক প্রদান অনুষ্ঠানে খুলনা জেলা প্রশাসক মো. আমিন উদ্দিন আহসান ও খুলনা র‌্যাবের পরিচালক।