ছড়িয়ে পড়া তেল কিনবে প্রশাসন

 

স্টাফ রিপোর্টার: চট্টগ্রামের বোয়ালখালীতে রেলসেতু ভেঙে খালে পড়ে যাওয়া তিনটি ওয়াগন থেকে ছড়িয়ে পড়া ফার্নেস তেল স্থানীয়দের কাছ থেকে প্রতি লিটার ৩০ টাকা করে কেনার ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। গতকাল রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শনকালে তিনি এই ঘোষণা দেন। মেজবাহ উদ্দিন বলেন, স্থানীয়রা চাইলে ছড়িয়ে পড়া ফার্নেস তেল তুলতে পারেন। তাদের কাছ থেকে ৩০ টাকা লিটার দরে ঐ তেল কিনে নেয়া হবে। রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন বলেন, রেলসেতু মেরামত করে এই রেলপথটি সচল করতে সাত দিনের মতো সময় লাগবে। গত শুক্রবার দুপুরে ফার্নেস ওয়েল নিয়ে চট্টগ্রাম থেকে দোহাজারি যাওয়ার পথে বোয়ালখালী-সারোয়াতলী পয়েন্টে ২৪ নম্বর ব্রিজ ভেঙ্গে ইঞ্জিনসহ দুইটি ওয়াগন খালে পড়ে যায়।