ছেলের জন্য কনে দেখতে দামুড়হুদার মজলিশপুরে এসে বিপাকে পড়লেন খালিশপুরের এক পিতা

ভ্রাম্যমাণ প্রতিনিধি: ছেলের বিয়ের জন্য কনে দেখতে গিয়ে ছেলের খেসারত দিয়ে গেলেন ঝিনাইদহ খালিশপুরের এক পিতা। দামুড়হুদার মজলিশপুরে এসে তিনি বেকায়দায় পড়েন। কনে দেখার বদলে তাকে আটক হতে হলো ছেলের পাওনাদারের কাছে। শেষমেশ ছেলের ঋণ পরিশোধ করেই তাকে বাড়িতে ফিরতে হলো।

সূত্র জানায়, দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের মজলিশপুর গ্রামের আবু বক্করের ছেলে সুরুজ কপি ব্যবসার ১ লাখ ৩ হাজার টাকা পেতেন খালিশপুরের শামিমের কাছে। শামীম টাকা দিতে টালবাহানা করতে থাকলে সুরুজ কৌশলের আশ্রয় নেন। শামিমের বিয়ের জন্য কনে ঠিক করার কথা বললে গত বুধবার শামিমের পিতা ও ছোট ভাই কনের মুখ দেখার জন্য আসেন মজলিশপুর গ্রামে। এ সময় তাদের মোটরসাইকেল আটক করে কপি বিক্রির পাওনা টাকা দাবি করেন সুরুজ। গতকাল মঙ্গলবার পাওনা টাকার সিংহভাগই শোধ করার জন্য মোচলেকা দিয়ে মোটরসাইকেল মুক্ত করে নিয়ে যান শামিমের পিতা ও ছোট ভাই।