চুয়াডাঙ্গা সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে বিজিবি

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার মুন্সিপুর সীমান্তে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ২৮ লাখ ৬৬ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ নেশাজাতীয় ট্যাবলেট ও ইনজেকশন জব্দ করেছেন।

গতকাল সোমবার বেলা ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আমির মজিদ এবং অতিরিক্ত পরিচালক আনোয়ার জাহিদের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

এ সময় মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার তোতা মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বোয়ালমারী ফকিরপাড়া গ্রামের আমবাগানের ভেতর হতে ৮১ হাজার ৫০০টি ভারতীয় সেনেগ্রা ট্যাবলেট, ২ হাজার ৫০০টি ডোপামিন হাইড্রোক্লোরাইড ইনজেকশন এবং ৪ হাজার ৬০০টি মুসিনাক ট্যাবলেট উদ্ধার করেন।

উদ্ধারকৃত ভারতীয় ওষুধের মূল্য ধরা হয়েছে ২৮ লাখ ৬৬ হাজার টাকা। এগুলো কাস্টমসে জমা দেয়া হয়েছে।