চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ছিনতাইয়ের দায়ে যুবককে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় টাকা ছিনতাইয়ের দায়ে যুবক অন্তরকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার বেলা ১১টার দিকে সদর হাসপাতাল থেকে এক যুবকের নিকট টাকা ছিনতাইয়ের অভিযোগে অন্তরকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেয়। জানা গেছে, চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চত্বরে এক যুবকের কাছ থেকে টাকা ছিনিয়ে সিনেমাহলপাড়ার মকলেছের ছেলে অন্তর (২৮)। ওই যুবক বিষয়টি সদর থানায় জানালে অন্তরকে আটক করে পুলিশ। আটকের পর তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত অন্তরকে দোষী সাব্যস্ত করে ১ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফুল আলম এ রায় প্রদান করেন। পরে জরিমানার টাকা পরিশোধ করে ছাড়া পান অন্তর।