চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আবারও রোগীর মোবাইলফোন চুরি!

 

স্টাফ রিপোর্টার: বেশ কিছুদিন পর চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রোগীর মোবাইলফোন চুরির ঘটনা ঘটেছে। গতকাল রোববার বেলা দুটোর দিকে দুটি মোবাইলফোন চুরি করে চোখের পলকে সটকে পড়ে ফুলপ্যান্ট পরা চোর।

জানা গেছে, চুয়াডাঙ্গা দামুড়হুদার দুর্গাপুরের আবুল কাশেমের ছেলে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার সদর হাসপাতালে ভর্তি হন। গতকাল ২টার দিকে যান টয়লেটে। এ সময় তার পিতা আবুল কাশেমও ডায়রিয়া আক্রান্ত হয়ে সদর হাসপাতালে চিকিৎসার জন্য হাজির হন। পলাশের লোকজন তার পিতাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ার সুযোগে পূর্ব থেকে সেখানে ঘুরঘুর করা প্যান্ট পরা এক যুবক রোগী পলাশের শয্যায় বালিশের পাশে থাকা দুটি মোবাইলফোন চুরি করে দ্রুত সটকে পড়ে।

উল্লেখ্য, বেশি কিছু দিন আগে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেশাখোর চোরের উপদ্রব বৃদ্ধি পায়। কয়েকজনকে হাতেনাতে ধরে পুলিশে দেয়া হয়। এরপর থেকে চোরের উৎপাত বহুলাংশে হ্রাস পায়। গতকাল আবারও রোগীর মোবাইলফোন চুরি হলে চোরের উপদ্রবের বিষয়টি আলোচনায় উঠে আসে।