চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রক্ত ক্রস ম্যাচিং করা নিয়ে হাতাহাতি

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে দালালদের উৎপাত লেগেই আছে। গত রোববার রাত ৮টার দিকে রক্ত ক্রস ম্যাচিং করা নিয়ে দু যুবকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

প্রত্যক্ষদশীরা জানান, হাসপাতালে ভর্তিকৃত এক রোগী রক্ত দেয়ার জন্য বলে। এ সময় ইকবাল নামে বহিরাগত এক যুবক সদর হাসপাতালে প্যাথলজী বিভাগে না নেয়ার অভিযোগ তুলে প্যাথলজী বিভাগের সহকারীকে হাসপাতালে নিয়ে এসে মারপিট করতে  যায়। এতে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ডাক্তার রক্ত দেয়ার নির্দেশ না দেয়ায় ইকবাল হাসপাতালে প্যাথলজী বিভাগে নেয়নি বলে জানায়।

অপর এক সূত্র জানায়, সদর হাসপাতালে প্যাথলজী বিভাগে রক্ত ক্রস ম্যাচিং করার জন্য গেলে রোগীর লোকজনের কাছ থেকে টাকা নেয় টিটু। তাৎক্ষণিকভাবে রোগীর নাম জানা সম্ভব হয়নি।