চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সাথে থাকা যুবতীকে আপত্তিকর উক্তি করায় অভিযুক্তকে চড়-থাপ্পড়

 

স্টাফ রিপোর্টার: টয়লেটে যাওয়ার সময় রোগীর সাথে থাকা এক যুবতীকে ‘আসবো নাকি’ বলায় গত দু দিন ধরে হাসপাতালে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিলো। গতকাল সন্ধ্যার পর অবশ্য অভিযুক্ত ইকবালকে চড়-থাপ্পড় মারার মধ্যদিয়ে ঘটনার ইতি টানা হয়েছে।

জানা গেছে, ইকবাল নামের এক যুবক হাসপাতালেই ঘুর ঘুর করে। রোগীদের অনেকেরই সহযোগিতা করতে এগিয়ে যায়। গতপরশু মধ্যরাতে মেডিসিন ফিমেল ওয়ার্ডে চিকিৎসাধীন এক রোগীর সাথে থাকা যুবতী ইকবালের বিরুদ্ধে নালিশ করেন ওয়ার্ডে কর্তব্যরত স্টাফ নার্সের নিকট। যুবতী যখন টয়েলেটে যাচ্ছিলো তখন নাকি ওই যুবক বলেছে, আসবো নাকি? ভঙ্গিও ছিলো আপত্তিকর। বিষয়টি কর্তব্যরত সেবিকা জানার পর জরুরি ওয়ার্ডে কর্তব্যরত মেডিকেল অফিসারকে বিষয়টি জানান। গতকাল বিষয়টি জানাজানি হয়। আবাসিক মেডিকেল অফিসারকেও অবগত করানো হয়। তিনি অভিযুক্ত যুবককে ডেকে জরুরি বিভাগের সামনে বিষয়টি জানতে চান। অভিযুক্ত অবশ্য অস্বীকার করে বলে, স্টাফ নার্স আমার বিরুদ্ধে বানোয়াট অভিযোগ তুলেছেন। এ সময় ওই যুবতীরও কয়েকজন লোক সেখানে ছিলো। তারাই অভিযুক্তকে চড়-থাপ্পড় মারার মধ্যদিয়ে ঘটনার নিষ্পত্তি ঘটায়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *