চুয়াডাঙ্গা সদরের হানুরবাড়াদী ও গাড়াবাড়িয়া গ্রামে অল্প সময়ে ঘরে ঘরে বিদ্যুতায়নের কার্যক্রমের উদ্বোধন

 

ডিঙ্গেদহ প্রতিনিধি: প্রধান মন্ত্রীর প্রতিশ্রুতি মোতাবেক অল্প সময়ে ঘরে ঘরে বিদ্যুতায়ন প্রকল্পের বিদ্যুত সংযোগ কার্যক্রমের উদ্বোধন করা হয়। গতকাল বুধবার দুপুরে প্রধান অতিথি হিসেবে চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস সদরের হানুরবাড়াদী ও গাড়াবাড়িয়া গ্রামের বিদ্যুত সংযোগ কার্যক্রমের উদ্বোধন করেন। গাড়াবাড়িয়া গ্রামের আওয়ামী লীগ নেতা আব্দুল কাদেরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জুনিয়র প্রকৌশলী সাইদুর রহমান ও রওশন আলী। উপস্থিত ছিলেন ইলেক্ট্রিশিয়ান নাসির উদ্দিন, টেকনিসিয়ান শহিদুল ইসলাম। এ সময় মিটার প্রতি ৬শ ৫০টাকা করে জমা নিয়ে সুইচ টিপে ১২৮টি মিটারে বিদ্যুত সংযোগ প্রদান করা হয়।