চুয়াডাঙ্গা সদরের গড়াইটুপি ও তিতুদহ ইউনিয়ন থেকে মাথাভাঙ্গা পত্রিকা উধাও!

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদরের তিতুদহ ও গড়াইটুপি ইউনিয়ন থেকে মাথাভাঙ্গা পত্রিকা উধাওয়ের ঘটনা ঘটেছে। পাঠকের প্রশ্ন কী নিউজ ছিলো বুধবারের পত্রিকায়। যার কারণে মাঝপথ থেকে পত্রিকা উধাও করা হয়েছে। বিষয়টি নিয়ে এলকায় বইছে আলোচনা সমালোচনার ঝড়। অনেকেই প্রশ্ন তুলেছেন এভাবে কি নিজের কুকিত্তি ঢেকে রাখা যায়?

গতকাল বুধবার চুয়াডাঙ্গা সদর উপজেলার গহেরপুর গ্রামের আজিবার জোয়ার্দ্দারের ছেলে তিতুদহ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আমজাদ হোসেনকে নিয়ে শোনাযাচ্ছে নানামুখি গুঞ্জণ এ সংক্রান্ত একটি প্রতিবেদন শেষের পাতায় প্রকাশিত হয়। বিষয়টি আচ করতে পেরে কে বা কারা গড়াইটুপি ও তিতুদহ ইউনিয়নের গতকালের মাথাভাঙ্গা পত্রিকা মাঝপথ থেকে উধাও করে দেয়। পত্রিকা না পেয়ে মাথাভাঙ্গা পত্রিকার পাঠকেরা মোবাইল ফোনে জানতে চাই আজ কি পত্রিকা ছাপা হয়নি? না পাঠক বুধবার পত্রিকা ঠিকাই প্রকাশিত হয়েছে। তবে তিতুদহ ও গড়াইটুপি ইউনিয়নে পত্রিকা পৌছুতে দেয়নি দুষ্টুলোকেরা। ফলে অনেকেই প্রশ্ন তুলেছেন পত্রিকা উধাও করে কি নিজের অপকর্ম ঢাকা যায়। তবে আমজাদ হোসেন মাথাভাঙ্গাকে জানান, এটি একটি ষড়যন্ত্র, মিথ্যা এবং ভিত্তিহীন। রাজনৈতিক গ্রুপিংয়ের কারণে প্রতিপক্ষরা তার বিরুদ্ধে কুৎসা রটিয়েছে।