চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের ৪১তম সাধারণসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের ৪১তম বার্ষিক সাধারণসভা গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় ইউনিট কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাড. সেলিমউদ্দিন খান। অনুষ্ঠানের প্রধান অতিথি চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার আর্ত মানবতার সেবায় রেডক্রিসেন্টের চলমান কার্যক্রমের ভুয়সী প্রশংসা এবং উত্তরোত্তর সাফল্য কামনা করেন। যেসকল প্রতিষ্ঠান সাহায্যের হাত বাড়িয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সমাজের বিত্তবানদেরকে রেডক্রিসেন্টের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি। ২০১৩ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন ইউনিটের সেক্রেটারি ফজলুর রহমান। এতে ২০১৩ সালের সম্ভাব্য আয়-ব্যয়ের বাজেট সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। বায়তুল আমান জামে মসজিদের পেশ ইমাম হাফেজ আব্দুল মজিদের কোরআন তেলওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুরু হয়। এরপর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের প্রয়াত ১০ সদস্যের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও দোয়া করা হয়। বক্তব্য রাখেন কার্যকরী সদস্য ডা. ফকির মোহাম্মদ, অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা, অ্যাড. সাঈদ মাহমুদ, শামীম রেজা ডালিম, সিরাজুল ইসলাম মনি, আনোয়ার হোসেন, ওলি উল্লাহ বাবলু, রফিকুল ইসলাম লাড্ডু, শহিদুল ইসলাম, আব্দুর রশিদ ও জমির উদ্দিন। উপস্থিত ছিলেন কার্য়করী সদস্য হুমায়ুন কবীর মালিক ও অ্যাড. রফিকুল ইসলাম। সভায় ২০১৪ সালের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের ২ লাখ ৯৬ হাজার টাকা এবং ডা. এএম মালিক চক্ষু হাসপাতালের জন্য ৩৪ লাখ ৩৪ হাজার  টাকার বাজেট ঘোষণা করা হয়।