চুয়াডাঙ্গা-মেহেরপুরসহ বিভিন্ন স্থানে বিএনপির প্রস্তুতিসভা অনুষ্ঠিত

 

মাথাভাঙ্গা ডেস্ক: ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গা ও মেহেরপুরের বিভিন্ন স্থানে প্রস্তুতিসভার আয়োজন করা হয়। প্রস্তুতিসভা থেকে বিভিন্ন কর্মসূচি হাতে নেন বিএনপি নেতৃবৃন্দ।

এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে গতকাল বেলা ১০টার দিকে চুয়াডাঙ্গা জেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলমের কোর্টমড়স্থ কার্যালয়ে চুয়াডাঙ্গা সদর থানা ও পৌর বিএনপি সমন্বয়ে প্রস্তুতি ও আলোচনাসভার আয়োজন করা হয়। সদর থানা তৃণমূলদলের ১ নং জয়েন্ট কনভেনার আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় তৃণমূলদলের সহসভাপতি দায়িত্বপ্রাপ্ত সভাপতি (খুলনা বিভাগ) আবু বরক সিদ্দিক বকুল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চুয়ডাঙ্গা জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আইনুর হক পচা। বিশেষ অতিথি ছিলেন- চুয়াডাঙ্গা জেলা তৃণমূলদলের আহ্বায়ক আবু বক্কর আবু। জেলা বিএপির নেতা আরশেদ আলী কালু, জেলা কৃষকদলের হামিদুল হক নেতাজী, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক শুকুর আলী, ২ নং ওয়ার্ড সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক পিন্টু মিয়া, ৮ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক রায়হান উদ্দীন। ৩ নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবলু, পৌর তৃণমূলদলের আহ্বায়ক আকরাম হোসেন, সদর থানা তৃণমূলদলে যুগ্মআহ্বায়ক আব্দুল গনি, পৌর তৃণমূলদলের যুগ্মআহ্বায়ক রওশন আলীসহ অন্যান্য নেত্রীবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা পৌর তৃণমূলদলের আহ্বায়ক শহিদ আলী।

ডিঙ্গেদহ প্রতিনিধি জানিয়েছে, শঙ্করচন্দ্র ইউনিয়ন বিএনপির প্রস্তুতিসভা গতকাল বুধবার বিকেল চারটায় বিএনপি নেতা প্রায়াত চেয়ারম্যান নূর আলীর বাসভবন অফিসে অনুষ্ঠিত হয়। শঙ্করচন্দ্র ইউনিয়ন বিএনপি সভাপতি নুর নবী ছামদানীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শঙ্করচন্দ্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ. রাজ্জাক। বক্তব্য রাখেন- উপজেলা কৃষকদলের সভাপতি নুরুল ইসলাম, উপজেলা যুবদলের আহবাহক মাহাবুল হক, সেক্রেটারি রমজান আলী, অর্থবিষয়ক সম্পাদক সুজন, সহসভাপতি কাশেম আলী, যুগ্ম সম্পাদক আ. মান্নান, কৃষকদলের আহ্বায়ক  আ. কাদের, যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন, রাশিদুল হক প্রমুখ।

বেগমপুর প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন বিএনপির আয়োজনে শরিফ মিয়ার বাড়িতে গতকাল বুধবার বিকেল তিনটার দিকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা শরিফ মিয়ার সভাপতিত্বে আলোচনাসভায় উপস্থিত ছিলেন- সহসভাপতি মোকবুল হোসেন, মনিরুজ্জামান মনি, বাবুল আক্তার, রেজাউল হক, শিমুল, খায়রুল ইসলাম, শরিফুল, রিপন, আহাদ, যুবদল নেতা সাগর প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন টোটন মিয়া।

আলমডাঙ্গা ব্যরো জানিয়েছে, আলমডাঙ্গা পৌর বিএনপির উদ্যোগে গতকাল বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩৫তম প্রতিষ্ঠাবাষির্কী পালন উপলক্ষে দলীয় কার্যালয়ে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইসরাফ হোসেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল কাউনাইন টিলু। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সম্পাদক শেখ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সম্পাদক আজিজুর রহমান পিন্টু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, সহসভাপতি রেজাউল হক, হাজী আবু মুছা, চেয়ারম্যান হাসানুজ্জামান হাসান, উপজেলা কৃষকদলের সম্পাদক বোরহান উদ্দিন, স্বেচ্ছাসেবকদলের নেতা মহির উদ্দিন, পৌর বিএনপির সহসভাপতি আনিচুর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিল্টন মল্লিক, পৌর বিএনপির সহসম্পাদক আ. রকিব। এছাড়াও বক্তব্য রাখেন- আ. রশিদ, রেজাউল করিম, জিল্লুর রহমান, শরিফুল ইসলাম, মহির উদ্দিন, মাগরিবুর রহমান, ওহিদুল ইসলাম বাবু, ফিরোজ ইফতেখার, এমদাদ হোসেন, আ. বারী, পিকু মিয়া, ফারুক হোসেন, রোকনুজ্জামান, সোহাগ, শরিফুল ইসলাম, আব্দুল আল মামুন, লিমন মল্লিক, জসিম, গোলাম বিশ্বাস, মুকুল, শওকত খান, জসিম, লালন, মিলন, ছাত্রদল নেতা শওকত, সাদ্দাম, সজিব, আকাম, শুভ, শান্ত, জনি, সেলিম, আলতাফ, আইনাল হক প্রমুখ।

জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগর উপজেলা বিএনপির উদ্যোগে প্রস্ততিসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করা সিদ্ধান্ত গ্রহণ করা হয়। গত মঙ্গলবার দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি আক্তারুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি জাফর আলী, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খাঁন খোকন, সাংগঠনিক সম্পাদক উথলী ইউনিয়ন সভাপতি আবুল কালাম আজাদ। উপস্থিত ছিলেন- তিতুদহ ইউনিয়ন বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, বেগমপুর ইউনিয়ন বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান আলী হোসেন, বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আহাম্মদ আলী, বাঁকা ইউনিয়ন বিএনপি সভাপতি কামাল উদ্দিন সিদ্দিকী, সীমান্ত ইউনিয়ন সাধারণ সম্পাদক ওসমান গনি, উথলী ইউনিয়ন সাধারণ সম্পাদক সেলিম রেজা, আন্দুলবাড়িয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক শহিদুর রহমান, বিএনপি নেতা পৌর কাউন্সিলর কাজি নাসির ইকবাল ঠাণ্ডু, সাবেক কাউন্সিলর আব্দুর রশীদ ও দামুড়হুদা উপজেলা বিএনপি নেত্রী বিন্দু। বক্তব্য রাখেন- বিএনপি নেতা মহিদুল ইসলাম, আবুল কাশেম,শরীফ উদ্দিন দারা, কামরুল ইসলাম, উথলী ইউনিয়ন বিএনপি নেতা ইউপি সদস্য বজলুর রহমান টুটু, তরিকুল ইসলাম তারা, মজিবুর রহমান, জেলা যুবদল যুগ্ম আহ্বায়ক দ্দোজা উদ্দিন, পৌর যুবদল নেতা আব্দুল আলীম, মিনাজউদ্দিন, আব্দুস ছালাম, মো. লিটন মিয়া, আলফাজ উদ্দিন, আজিমুল এবং ছাত্রদল নেতা সাইফুল ইসলাম, তরিকুল ইসলাম, সরোয়ার হোসেন, আনোয়ার হোসেন, জামাল, মামুন প্রমুখ।

দর্শনা অফিস জানিয়েছে, দর্শনায় বিএনপির দুটি পক্ষ পৃথকভাবে প্রস্তুতিসভা করেছে। গতকাল বুধবার সন্ধ্যায় দর্শনা পৌর বিএনপির কার্যালয়ে প্রস্তুতিসভার সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি হাজী খন্দকার শওকত আলী। উপস্থিত থেকে আলোচনা করেন দর্শনা বাজার কমিটির সভাপতি বিএনপি নেতা তোফাজ্জেল হোসেন, আজাহার আলী মাষ্টার, আব্দুর রহমান, শহিদুল ইসলাম, আশাদুল হক, নুরু মেম্বার, নুরু মিয়া, আমিনুল ইসলাম, যুবদল নেতা জাহাঙ্গীর আলম চঞ্চল, হাসিবুল হক শান্ত, বাবু খান, জসিম, ছাত্রদল নেতা সেলিম মেহফুজ সিল্টন, মান্নান মাস্টার, সজিব, ইমরান, সুলতান, মিতুল প্রমুখ। একই দিন দামুড়হুদা উপজেলা ও দর্শনা পৌর বিএনপির একাংশের যৌথ উদ্যোগে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। দর্শনা বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত এ সভার সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি রহম আলী। আলোচনা করেন উপজেলা বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাত, ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী, দর্শনা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব উল ইসলাম খোকন, বিএনপি নেতা আশরাফুল, আমিনুল, আ. হাই, জিন্নাত, মাসুদ, রফিকুল, মুহিত, শহিদুল, লিটন, নাফিজ, হালিম, আলীম, বাবলু, জহির, মান্নান, পল্টু, চান্দু মাস্টার, হাবিবুল্লাহ, কামাল, আরিফ, খালেক, কাশেম, জব্বার, কুদ্দুস, এনামুল, আনোয়ার, যুবদল নেতা খেদু, সোহেল তরফদার, কালাম, ফারুক, কালু, জাফি, আনোয়ার, সাত্তার প্রমুখ।