চুয়াডাঙ্গা বিএনপির একাধিক অংশ পৃথক পৃথক স্থানে গতকালও করে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন

 

রাষ্ট্র ক্ষমতা হারানোর ভয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় পাচ্ছে

মাথাভাঙ্গা ডেস্ক: চুয়াডাঙ্গা বিএনপি একাধিক অংশ পৃথক পৃথক স্থানে গতকালও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি পালন করে। চুয়াডাঙ্গা বিএনপি একাংশ কেদারগঞ্জস্থ কার্যালয়ে বেগম খালেদা জিয়ার কারাবন্দি দিবস ও চুয়াডাঙ্গা জেলা বিএনপি কার্যালয়ে তারেক রহমান হাজতমুক্ত দিবসের কর্মসূচি পালনের লক্ষ্যে প্রস্তুতিসভার আয়োজন করে। জীবননগর পৌর বিএনপির আলোচনাসভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি হাজি মোজাম্মেল হক। কেন্দ্রীয় যুবদল নেতা মাহমুদুল হাসান খান বাবু ছিলেন দর্শনা  বিএনপির আয়োজিত অনুষ্ঠানে। জেলা বিএনপির একাংশের সহসভাপতি ইঞ্জিনিয়ার মখলেছুর রহমান তরফদার টিপু আন্দুলবাড়িয়ায় অনুষ্ঠিত দলীয় সমাবেশে প্রধান অতিথি ছিলেন। এসব আয়োজনে বক্তারা প্রায় একই রকমের বক্তব্য উপস্থাপন করে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বক্তারা বলেন, এ সরকার তত্ত্বাবধায়কের হাত ধরে ক্ষমতায় এসে এখন রাষ্ট্রীয় ক্ষমতা হারানোর ভয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় পাচ্ছে।

জীবননগর ব্যুরো জানিয়েছে, এ উপলক্ষে জীবননগর পৌর বিএনপির উদ্যোগে আলোচনাসভা, মিলাদ মাহাফিল ও ৱ্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবিরের নেতৃত্বে আলোচনাসভা ও মিলাদ মাহাফিল অনুষ্ঠিত হয়। শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শাহজাহান কবিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি হাজি মো. মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা বিএনপি সভাপতি লিয়াকত আলী শাহ, দর্শনা পৌর বিএনপির সভাপতি হাজি শওকত আলী প্রমুখ।

দর্শনা অফিস জানিয়েছে, দর্শনায় বিএনপির ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে দর্শনায়। দর্শনা রেল ইয়ার্ড থেকে একটি বর্ণাঢ্য ৱ্যালি বের করা হয়। ৱ্যালিটি কেরুজ বাজার মাঠে শেষ করা হয়েছে। সেখানে জনসভা অনুষ্ঠিত হয়। দর্শনা পৌর বিএনপির আয়োজনে গতকাল সোমবার বিকেলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সহসভাপতি ফরজ আলী। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক মাহমুদ হাসান খান বাবু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহসভাপতি শহিদুল ইসলাম কাউনাইন টিলু, শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাবু তরফদার, দর্শনা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম প্রমুখ।

আন্দুলবাড়িয়া প্রতিনিধি জানিয়েছেন, আন্দুলবাড়িয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত দলের অস্থায়ী কার্যালয়ে এ দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির একাংশের সহসভাপতি ইঞ্জিনিয়ার মোখলেছুর রহমান টিপু তরফদার। ইউনিয়ন বিএনপির সভাপতি সাব্দার রহমান বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা  বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাত, দর্শনা পৌর বিএনপির সভাপতি রহমত আলী, সাধারণ সম্পাদক মাহাবুবউল ইসলাম খোকন প্রমুখ।

চুয়াডাঙ্গা জেলা বিএনপি এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৬ষ্ঠ কারামুক্তি দিবস পালন উপলক্ষে বিএনপির দলীয় কার্যালয়ে জেলা বিএনপির সহসভাপতি এম জেনারেল ইসলামের সভাপতিত্বে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্মসম্পাদক অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা, দপ্তর সম্পাদক অ্যাড. আ.স.ম আব্দুর রউফ, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড.শামীম রেজা ডালিম প্রমুখ।

অপরদিকে চুয়াডাঙ্গা জেলা বিএনপি একাংশ এক প্রেসবিজ্ঞপ্তি জানিয়েছে, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় কেদারগঞ্জস্থ কার্যালয়ে  বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবন্দী দিবস উপলক্ষে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী সদস্য জেলা বিএনপি একাংশের সভাপতি মুহা. অহিদুল ইসলাম বিশ্বাসের সভাপতত্বে মতবিনিময়সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাহমুদুল হক পল্টু, দপ্তর সম্পাদক আবু আলা সামছুজ্জামান প্রমুখ।

আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিএনপির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার আলমডাঙ্গায় বিএনপি একাংশ শোভাযাত্রা পালন করে। সকাল ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কর্মসূচির শুভ সূচনা করে। পতাকা উত্তোলন করেন জেলা বিএনপির সহসভাপতি আলমডাঙ্গা পৌর মেয়র আলহাজ মীর মহিউদ্দিন। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি সভাপতি মজিবর রহমান। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মুহা. অহিদুল ইসলাম বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্মসম্পাদক মাহমুদুর রহমান পল্টু, জেলা যুবদলের আহ্বায়ক খালিদ মাহমুদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু প্রমুখ।