চুয়াডাঙ্গা প্রেসক্লাবে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন হাজি টরিক

 

সাংবাদিক কল্যাণ তহবিলে অনুদান দিলেন ৩০ হাজার টাকা

স্টাফ রিপোর্টার: সমাজ ও রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তনে প্রয়োজন নেতৃত্বের বিকাশ এবং প্রসার। আধুনিক বিশ্বে যেসব রাষ্ট্র উন্নয়নের শিখরে অরোহণ করেছে সেসব রাষ্ট্রের  ইতিহাসে নেতৃত্বের গুণগত পরিবর্তনটি উজ্জ্বল হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের আয়োজনে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাহেদ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর প্রেসক্লাবের দাতা সদস্য হাজি সাহেদুজ্জামান টরিক এ কথা বলেন। চুয়াডাঙ্গা প্রেসক্লাবের আহবায়ক মাহতাব উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এসএম ইসরাফিল, সাবেক জেলা শিক্ষা অফিসার মৌসুফা বেগম, রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের সভাপতি অ্যাড. হাজি সেলিম উদ্দিন খান প্রেসক্লাবের সদস্য সচিব নাসির উদ্দিন আহমেদ। শেখ সেলিমের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্যে সাহেদুজ্জামান টরিক আরো বলেন, আলোকিত সমাজ গড়তে প্রয়োজন কল্যাণমুখি চিন্তা-চেতনা, যা অবহেলিত দুস্থ মানুষের সেবায় সকলের অংশগ্রহণ নিশ্চিত করে থাকে। সাহস ও ইচ্ছাশক্তি দৃষ্টিভঙ্গি ব্যক্তিকে তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছুতে সাহায্য করে। যার প্রকৃষ্ট প্রমাণ ক্ষণজন্মা ব্যক্তিবর্গ। পরে তিনি চুয়াডাঙ্গা প্রেসক্লাবের নবগঠিত  সাংবাদিক কল্যাণ তহবিলে ৩০ হাজার টাকা অনুদান ঘোষণা করেন। একই সাথে তিনি কলম সৈনিকদের কর্মকাণ্ডকে উৎসাহিত করতে সমাজের দানশীল ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহবান জানান। উপস্থিত ছিলেন প্রেসক্লাবের দাতা সদস্য ওয়ায়েচ কুরুনি টিটু, রোকন মালিক, রতন আলী, রানা মালিক, সাংবাদিক আনোয়ার হোসেন, অ্যাড. তছিরুল আলম মালিক ডিউক, শাহার আলী, রাজীব হাসান কচি, রফিক রহমান, বিপুল আশরাফ, আব্দুস সালাম, মিজানুল হক মিজান, মাহামুদুল করিম খান সন্টু, অ্যাড. সাগর, ডালিম হোসেনসহ অন্যান্য সুধীবৃন্দ।