চুয়াডাঙ্গা পৌরসভা কার্যালয়ে মেয়রের কক্ষে আবারও ঢিল ছুঁড়ে জানালার কাঁচ ভাঙচুর

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌরসভা কার্যালয়ের মেয়রের কক্ষে আবারও পাথরের ঢিল ছুঁড়ে জানালার কাঁচ ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঘটনাটি ঘটেছে বলে পৌরসভার পক্ষে সচিব কাজী শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়। প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৬ জানুয়ারি মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পৌরসভা কার্যালয়ে কর্তব্যরত নৈশপ্রহরী বিকট শব্দ শুনে কার্যালয়ের পূর্ব দিকে ছুটে গিয়ে দেখেন একজন মুখোশধারী ব্যক্তি পালিয়ে যাচ্ছে। তাৎক্ষণিক তিনি পৌর সচিবকে বিষয়টি অবহিত করেন। পরে সকালে কার্যালয় পরিষ্কার করার সময় দেখা যায়, পাথরের টুকরার আঘাতে মেয়র মহোদয়ের অফিস কক্ষের জানালার বেশ কয়েক জায়গার কাঁচ ভাঙ্গা এবং পাথরের টুকরোগুলো পড়ে আছে।
উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি রোববার দিবাগত রাতে কোনো এক সময়ে পৌরসভা কার্যালয়ের মেয়রের কক্ষের পূর্ব দিকের গ্লাস লাগানো জানালায় অজ্ঞাত কে বা কারা পাথরের ঢিল ছুঁড়ে মারে। এতে জানালার কাঁচ ভেঙে যায়। পরে পৌরসভার পক্ষ থেকে চুয়াডাঙ্গা সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়। তবে পূর্বের তুলনায় এবার ক্ষতির পরিমাণ বেশি বলে জানান পৌর সচিব কাজী শরিফুল ইসলাম।