চুয়াডাঙ্গা পৌরসভার সাথে প্রতিবন্ধী স্ব-সহায়ক দলের সদস্যদের অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

ভালাইপুর প্রতিনিধি: অসহায় প্রতিবন্ধীরা একটুসহযোগিতা পেলে সমাজ তথা পরিবারের অগ্রণী ভূমিকা পালন করতে পারবে। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সরকারের পাশাপাশি সমাজের সচেতন ব্যক্তি হিসেবে আমাদেরও এগিয়ে আসতে হবে। প্রতিবন্ধীদের অধিকার বিষয়ে পৌরসভার সাথে প্রতিবন্ধী স্ব-সহায়ক দলের সদস্যদের অ্যাডভোকেসী সভায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুর রহমান চৌধুরী জিপু এসব কথা বলেন।
গতকাল সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা পৌরসভা হলরুমে প্রতিবন্ধী স্ব-সহায়ক দলের সদস্যদের অ্যাডভোকেসী সভায় পৌর কাউন্সিলর প্যানেল মেয়র একরামুর হক মুক্তার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। উপপস্থিত ছিলেন কাউন্সিলর রেজাউল করীম, নাজমুস সালেহীন, আবুল হোসেন, জাহাঙ্গীর আলম মালিক, স্যানেটারি ইন্সপেক্টর কামরুল ইসলাম, ভিসি আলী হোসেন, মোতাহারুন নেছা প্রসূতি ও সদস্য শিশু সেবার ম্যানেজার রইচ উদ্দিন, ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশের উপজেলা ম্যানেজার খাইরুল ইসলাম, প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার সমন্বয়কারী সাইদুর রহমান, স্বাস্থ্য সহকারী মোস্তাফিজুর রহমান, নার্গিস জাহান, মেহেরুল্লা ডালিম, টিকাদানকারী ইসমতারা খাতুন, নবী ছদ্দিন, মেহেরুন নেছা, নাজমিন নাহার, ববি খাতুন, বজলুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রত্যাশা সহ-সমন্বয়কারী আরিফুর রহমান। সহযোগিতায় ছিলেন হামিদুল ইসলাম ও মহিবুল হাবীব।