চুয়াডাঙ্গা ডিশ কেবল নেটওয়ার্কে গভীররাতে কী হয়!

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ডিশ কেবল নেটওয়ার্ক পরিচালিত একটি চ্যানেলে আপত্তিকর চলচ্চিত্র দেখানো হচ্ছে। গত গভীররাতে ভিনদেশি একটি সিনেমা দেখানো হয় ওই চ্যানেলে। ওই চ্যানেলটিতে অন্যান্য বিজ্ঞাপনের সাথে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের একটি নির্বাচনী গণবিজ্ঞপ্তিও প্রচার হতে দেখা যায়। চুয়াডাঙ্গা জেলা শহর থেকে পরিচালিত ডিশ কেবল নেটওয়ার্কে এ ধরনের দৃশ্য সংবলিত সিনেমা চালানো দেখে মাথাভাঙ্গা দপ্তরে অনেক অভিভাবক ফোন করে জানান, ডিশ চ্যানেলটি দেখে আমাদের সন্তানেতারা নষ্ট হয়ে যাচ্ছে। আরেকজন ফোন করে জানান, ভারতের সিনেমা ‘কামসূত্র’ এটি। ফোন করে একজন মহিলা ক্ষোভ প্রকাশ করে বলেন কোন আক্কেলে এ ধরনের একটি আপত্তিকর সিনেমা চুয়াডাঙ্গা ডিশ কেবল নেটওয়ার্ক কর্তৃপক্ষ চালাতে পারে? ব্লু ফিল্ম আর এ সিনেমার কিছু দৃশ্যের মধ্যে কোনো পার্থক্য নেই। কেউ কেউ বলেছে, এ চ্যানেলটিতে অবৈধভাবে দীর্ঘদিন ধরে বিজ্ঞাপন প্রচার করে আসছে। বিজ্ঞাপন প্রচারের-প্রসারের খাতিরে দর্শকদের আকৃষ্ট করার জন্য এ ধরনের নগ্ন ও আপত্তিকর সিনেমা দেখানো হয়ে থাকে। বিষয়টি খতিয়ে দেখে জেলা প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে চুয়াডাঙ্গাবাসী আশা করে। গতরাত সাড়ে ১১টায় শুরু হয়ে অসংখ্য আপত্তিকর দৃশ্যের এ সিনেমাটি চলে রাত পৌনে ২টা পর্যন্ত।