চুয়াডাঙ্গা জেলা বিএনপির অর্থ সম্পাদক সমর্থিত মহিলা দলের সমাবেশে হাবিবুর রহমান হবি

 

দেশবাসী নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করবে

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম সমর্থিত স্থানীয় মহিলা দল গতকাল এক কর্মীসভার আয়োজন করে। কর্মী সভায় সাবেক সংসদ সদস্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হবি উপস্থিত ছিলেন।

পলাশপাড়াস্থ ডোরা হোটেল মালিকের বাড়িতে মহিলা দলের সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক দফতর সম্পাদক আইনুর হোসেন পচা। প্রধান বক্তা ছিলেন তৃণমূল দলের সহসভাপতি জেলা মৎস্যজীবী দরে সভাপতি আবু বক্কর সিদ্দিক বকুল। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটির সদস্য ওহিদুল ইসলাম ওহিদ, আব্দুল গণি, সাইদ, রওশন আলী, সানোয়ার হোসেন, শিল্পী খাতুন, জাহেদা খাতুন, কমেলা খাতুন, নাজমা খাতুন প্রমুখ বত্ব্য রাখেন।

বক্তব্য দিতে গিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি হাবিবুর রহমান হবি বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে অসন্ন নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দেয়ার দাবি জানিয়ে বলেন, বর্তমান সরকার যতো রকম ষড়যন্ত্রই করুক না কেন, দেশবাসী তা সফল হতে দেবে না। দেশ নেতৃ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশের মানুষ বর্তমান সরকারের স্বৈরাচারিমনোভাবের ভুত তাড়িয়েই দম নেবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *