চুয়াডাঙ্গা জেলায় ছাত্রশিবিরের সাংগঠনিক সফর অনুষ্ঠিত

 

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা শাখার  উদ্যোগে জেলার সকল সাথীদের নিয়ে বার্ষিক সাংগঠনিক সফরের অংশ হিসেবে সাথী সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি হাফেজ বেলাল হুসাইনের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মুহা. তরিকুল ইসলামের পরিচালনায় সাথী সমাবেশে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মাদরাসা ছাত্রআন্দোলন সম্পাদক মুহা. মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাবেক জেলা সভাপতি ও বর্তমান জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মুহা. রুহুল আমীন, জেলা দফতর সম্পাদক মুহা. মামুন রেজা, অর্থ ও এইচ আর ডি সম্পাদক মুহা.আমান উদ্দিন। এছাড়াও দশটি সাংগঠনিক থানা শাখা সভাপতি, সেক্রেটারীসহ সকল সেক্রেটারিবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার আলোচনায় বলেন- আমাদের নিজেদের মানোন্নয়নের মাধ্যমে আগামী সম্ভাবনার বাংলাদেশ গড়ার জন্য সৎ, দক্ষ ও দেশপ্রেমিক তৈরির জন্য কাজ করতে হবে। তিনি আরো বলেন- আমাদের সকল নেতা-কর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার এবং কেন্দ্রীয় সভাপতি মুহা. দেলাওয়ার হোসেনের ওপর যে অমানবিক-পৈশাচিক নির্যাতন করা হচ্ছে তা বন্ধ করতে হবে এবং সকল নেতা-কর্মীকে মুক্তি দিতে হবে। এছাড়াও আলমডাঙ্গা উপজেলা, চুয়াডাঙ্গা সদর ও জীবননগর অঞ্চলে পৃথক পৃথকভাবে তিনটি কর্মীসমাবেশ অনুষ্ঠিত হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *