চুয়াডাঙ্গা ও মেহেরপুরে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী বিদায়-বরণ

মাথাভাঙ্গা ডেস্ক: এসএসসি পরীক্ষা আসন্ন। এ পরীক্ষায় অংশগ্রহণকারীদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর পাশাপাশি নতুন বছরের নতুন শিক্ষাথীদের আনুষ্ঠানিকভাবে বরণ করা হচ্ছে বিদ্যালয়গুলোতে। গতকাল শনিবার চুয়াডাঙ্গার গিরিশনগর মাধ্যমিক বিদ্যালয়, দামুড়হুদার কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়, জীবননগরে শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, মেহেরপুর গাংনী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিদায় ও বরণের আয়োজন করা হয়। মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয়ের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে সংসদ সদস্য ফরহাদ হোসেন দোদুল ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষাথীদের শিক্ষার মান বৃদ্ধির পাশাপাশি কারিগরি শিক্ষার গুরুত্বারোপ করেন।
ডিঙ্গেদহ প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গা সদরের তিতুদহ ইউনিয়নের গিরিশনগর মাধ্যমিক বিদ্যালয়ে বিদায় ও বরণ অনুষ্ঠান গতকাল শনিবার সকাল ১০টায় বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হায়দার মল্লিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গবরগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আফছার আলী, গিরিশনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. রাজ্জাক, ৬২আড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, চাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল ইসলাম। উপস্থিত ছিলেন এসএমসি সদস্য শাহ আলম, জাহাঙ্গির আলম, সহকারী শিক্ষক খায়রুল ইসলাম, শফিকুল ইসলাম, রাহেলা খাতুন, জামাল উদ্দিন, হারুন অর রমিদ, বিদায়ী ছাত্র সবুজ, ইমরান, সাথী। মানপত্র পাঠ করেন ছাত্রী মুন্নি খাতুন। কোরান তেলাওয়াত করেন শিক্ষক আমিরুল ইসলাম।
ভ্রাম্যমাণ প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদার কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শাহাজান আলী, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে নজরুল মঞ্চে পরিচালনা পর্ষদের সভাপতি আ.লীগ নেতা শহিদুল হকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক খায়রুল বাসার, সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমান, পরিচালানা পর্ষদের সদস্য নজরুল ইসলাম, মিন্টু মণ্ডল, নাজমুল হকসহ শিক্ষক-শিক্ষিকা বৃন্দ। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শাহাজান আলীকে আনুষ্ঠানিকভাবে বিদায় দেন।
জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগরে শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নতুনদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাকী বিল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল। বিশেষ অতিথি ছিলেন, জীবননগর পৌরসভার নবনির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলম, নবনির্বাচিত কাউন্সিলর ওয়াশিম রাজা, আতিয়ার রহমান ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর রিজিয়া বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ফজলুর রহমান, এনামুল হক, শফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে মানপত্র পাঠ করেন অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক খলিলুর রহমান। নতুন শিক্ষার্থীদের বরণ শেষে বিদায়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
কার্পাসডাঙ্গা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদার কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল শনিবার বেলা ১১ টার দিকে বিদ্যালয় চত্বরে নজরুল মঞ্চে অনু্ষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা আ.লীগের সহ-সভাপতি শহিদুল হক। এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক খাইরুল বাশার, সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমান, কার্যকরী কমিটির সদস্য নাজমুল হক, নজরুল ইসলাম, প্রভাষক মোহাম্মদ আলী, মিন্টু মণ্ডল, শাহানারা খাতুন প্রমুখ। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শাহাজান আলীকে বিদায় সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক ইব্রাহীম হোসেন।
গাংনী প্রতিনিধি জানিয়েছেন, জাঁকজমক পূর্ণ পরিবেশে মেহেরপুর গাংনী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবীণ বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল শনিবার বিদ্যালয়ে প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নবাগতা ছাত্রীদেরকে বরণ করা হয়। পরে বিদ্যালয়ের বিদায়ী ছাত্রীদের সংবর্ধনা দেয়া হয়। দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা গান, নৃত্য, আবৃত্তি ও কৌতুক পরিবেশন করে। অনুষ্ঠানে গাংনী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্যদের সভাপতি আতোর আলী। উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক আতিয়ার রহমানসহ শিক্ষক, ছাত্রী, অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।
মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমে, আমাদের এই তরুণ-তরুণীরা হবে আগামী দিনের দেশ গড়ার কারিগর। উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের গুরুত্বপূর্ণ আসনে বসে ডিজিটাল বাংলাদেশ গড়ে সারাবিশ্বে সুনাম ছড়িয়ে দেবে। গতকাল শনিবার দুপুরে মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয়ের নবাগত ছাত্র-ছাত্রীদের বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথাগুলো বলেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইজারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আ.লীগের যুগ্ম-সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহিন, সহসভাপতি আ. মোমিন চৌধুরী, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু ও ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক আলিফ হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য রেজাউল করিম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক আ. আলিম। শুরুতে প্রধান অতিথি মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন দোদুলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় স্কুলের ছাত্র-ছাত্রীরা।