চুয়াডাঙ্গা ও মেহেরপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিদায় ও বরণ

সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা একাডেমীর এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণির ছাত্রদের বরণ অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকেশ কুমার  বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, পরিচালনা কমিটির সদস্য মাহমুদুল হক ডাব্লু, গোলাম মোস্তফা মাস্তার, আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর হোসেন, সহকারী প্রধান শিক্ষক সেলিনা খাতুন, শিক্ষক মোতালেব হোসেন, দোয়া পরিচালনা করেন সহকারী শিক্ষক আবু সামা, বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাসহ সকল কর্মচারীবৃন্দ অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক আবু কুহাক।

ডিঙ্গেদহ প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গা সদরের ডিঙ্গেদহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের বরণ ও বিদায় অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোকনুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান। অতিথি হিসেবে ছিলেন এসএমসির সদস্য শওকত আলী, সাইফুদ্দিন, নিয়াত আলী, মাসুদুর রহমান প্রমুখ। শিক্ষক বাবুল আক্তারের উপস্থাপনায় বক্তব্য রাখেন- বিদ্যালয়ের সহকারী শিক্ষক লোকমান হোসেন, রাফেজা খাতুন, আ. ছাত্তার, ছাত্রী শান্তনা, ঋতু ও তিসা প্রমুখ।

আলকদিয়া প্রতিনিধি জানিয়েছেন, আলুকদিয়া রোমেলা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে গতকাল নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া রোমেলা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে গতকাল সকাল ১১টায় নবীন বরণ শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফা খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সহকারী প্রধান শিক্ষক মনিরুজ্জামান, সিনিয়র শিক্ষক খলিল উদ্দিন, সালেহীন কবির, ওসমান গনি ও মহাবুল হক। উপস্থিত ছিলেন- সহকারী শিক্ষক মানিক হোসেন, রাশিদা খাতুন, এসনে আরা, মাসুদ রানা, রাজিয়া সুলতানা, আবু-হানিফ, সোনিয়া খাতুন প্রমুখ। ম্যনেজিং কমিটির সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান ইসলাম উদ্দিন, ওহিদুল হক, শহিদুল ইসলাম ও মধুবালা দাস। অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক হাফিজুর রহমান।

হাটবোয়ালিয়া প্রতিনিধি জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার আলমডাঙ্গার হাটবোয়ালিয়া উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবাগত ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীদের বরণ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জিনারুল ইসলাম বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী। বিশেষ অতিথি ছিলেন- চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক কাওছার আহাম্মেদ বাবলু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাসান কাদির গনু, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাজী খালেদুর রহমান অরুন, ভাংবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আশাবুল হক ঠাণ্ড, আলমডাঙ্গা প্রেসক্লাব সভাপতি খন্দকার হামিদুল ইসলাম আজম, হারদী মীর সামসুদ্দিন মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আনারুল ইসলাম সাগর, জোহা কলেজের প্রাক্তন অধ্যক্ষ শেখ আবু তৈয়ব, সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, বিআরডিবি চেয়ারম্যান মহিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা হেলাল উদ্দিন, কালু জোয়ার্দ্দার, নাসির উদ্দিন, ইকরামুল হক বুড়ো, মুক্তিযোদ্ধা কমান্ডার খোশদেল আলম, আ.কাদের, সোয়ব উদ্দিন, যুবলীগ নেতা আজাদ আলী বিশ্বাস প্রমুখ।

দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদার দলিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয়ে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে প্রথমে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও  প্রধান শিক্ষক আবুল কাশেমসহ শিক্ষকবৃন্দ নবীনদের ফুল দিয়ে বরণ করে নেন। প্রধান শিক্ষক আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন- দামুড়হুদা উপজেলা ভাইস চেয়ারম্যান রওশন আকবর লাইলী, জুড়ানপুর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান সোহরাব হোসেন, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজুল ইসলাম, নুরুল ইসলাম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল হক, সাধারণ সম্পাদক আবু তালেব, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মিজানুর রহমান, দলিয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরীয়া খাতুন, মজলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবীব, ছুটিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা খানম প্রমুখ। বক্তব্য রাখেন- বিদ্যালয়ের শিক্ষক আবুল কাশেম, আতিয়ার রহমান, মিজানুর রহমান, হারুনুর রশীদ, আরিফুল ইসলাম, হাবিবুর রহমান, শাখাওয়াৎ হোসেন, নুরুননাহার, আনজুমান আরা প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সাইদুর রহমান সন্টু।

ভ্রাম্যমাণ প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদার নাটুদা মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে হাইস্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের সভাপতি আ.লীগ নেতা আ. করিম। উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. মান্নান, সহকারী প্রধান শিক্ষক শাফিকুর রহমান শফি, অভিভাবক সদস্য শহিদুল ইসলাম মোল্লা, রফিকুল ইসলাম, সেলিম উদ্দিন, শিক্ষক আমির হোসেন, আবু হাসান, মাসুদ রানা, কামাল হোসেন, আশরাফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠনটি পরিচালনা করেন শিক্ষক মাসুদ রানা।

নতিপোতা প্রতিনিধি জানিয়েছেন, গতকাল বৃস্পতিবার বেলা ১১টার দিকে নতিপোতা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিধি ছিলেন নতিপোতা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়্যারম্যান হাজি মো. ওয়াসেল আলম। বিশেষ অতিথি ছিলেন- নতিপোতা ইউনিয়নের সাধারণ সম্পাদক জাফর আলী ও আবু তালেব মাস্টার। উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো. আবু তালেব, আ.লীগ নেতা আশাদুল, আসাবুল ইসলাম, বিএনপি নেতা মাসুদ রানা, নতিপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদ, ভগিরথপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানজুল ইসলাম, নতিপোতা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুল কুদ্দুস প্রমুখ। উপস্থাপন করেন শিক্ষক ছাদা আহম্মদ ও আহসান হাবিব।

দর্শনা অফিস জানিয়েছে, দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পরীক্ষার্থীদের বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম হুমায়ুন কবীরের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনাসভায় অতিথি ছিলেন বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য শফিকুল আলম,  অভিভাবক সদস্য মোসলেম জোয়ার্দ্দার, শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন- সহকারী প্রধান শিক্ষক হাসেম রেজা হাসমত, আরিফুল ইসলাম, খোরশেদ আলী, আসাদুজ্জামান, আলেয়া খাতুন, শামসুন নাহার, নাসরিন  আক্তারী প্রমুখ। উপস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী আমেনা খাতুন, তামান্না শাহাজান, লাভলী খাতুন।

জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগর উপজেলার বিসিকেএমপি মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবণ অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও গতকাল গতকাল বৃহস্পতিবার বিদায় ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে আলীপুর মাধ্যমিক বিদ্যালয়ে। বিসিকেএমপি মাধ্যমিক বিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠানে সংসদ সদস্য আলী আজগার টগর উপস্থিত হলে স্কুলের পরিবেশ আনন্দঘন হয়ে ওঠে। গতকাল দুপুরে বিসিকেএমপি মাধ্যমিক বিদ্যালয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবু আলমের সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠিত হয়। শিক্ষক পাভেল মেহমুদ আ. রবের পরিচালনায় অনুষ্ঠিত নবীনবরণ  বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কামাল উদ্দিন সিদ্দীকী।

অপরদিকে আলীপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবণ অনুষ্ঠিত হয়েছে। হাজি সোনা মিয়ার সভাপতিত্বে ও শিক্ষক আবুল হসেমের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের প্রধান। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক ছানোয়ার হোসেন, শিক্ষক  মতিয়ার রহমান, আবুল খায়ের মাস্টার, আতিয়ার রহমান, আব্দুর রফিক শাহ, সাবেক পৌর কাউন্সিলর শাখাওয়াত হোসেন ফরজ, নূর ইসলাম, আক্কাস আলী, ইউপি মেম্বর সোহরাব উদ্দিন, হারেজ আলী, রুপ মিয়া, খলিলুর রহমান ও শাহাবুদ্দিন প্রমুখ।

জীবননগর উপজেলার জান্নাতুল খাদরা দাখিল মাদরাসার পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় মাদরাসা প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আমজাদ হোসেন। উপস্থিত ছিলেন- মাদরাসার সুপার মাওলানা মো. শরিফুল ইসলাম, সহকারী সুপার ফয়জুল আহমাদ। পরিচালনা কমিটির সদস্য ইকরামুল হক, জসিম উদ্দীন, সিরাজুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আমঝুপি প্রতিনিধি জানিয়েছেন, রাজনগর দাখিল মাদরাসার আয়োজনে মাদরাসা চত্বরে নবাগত ছাত্রদের সংবর্ধনা ও দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে অনুষ্ঠিত হয়। রাজনগর দাখিল মাদরাসা সুপার মাও. মো. লোকমান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাদরাসা কমিটির সভাপতি মো. আরমান আলী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সিনিয়র শিক্ষক রাশিদুল ইসলাম, রবিউল হক, জাহিদুল আমিন ও সাংবাদিক সাদ আহম্মদ। পরিচালনা করেন সহসুপার মাও. শরীফ উদ্দীন।

মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের আরআর মাধ্যমিক বিদ্যালয়ে নবীনদের বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান। প্রধান অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি আতাহার আলী। উপস্থিত ছিলেন ছিলেন আব্দুল খালেক, নুরুল ইসলাম, ফিরাতুল ইসলাম, মুজিবর রহমান, আমজাদ হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন সহকারী শিক্ষক রাহিনুর জামান পলেন।

গাংনী প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুর গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ, পৌর মাধ্যমিক বিদ্যালয় এবং বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবাগত ছাত্রছাত্রীদের বরণ এবং এসএসসি পরীক্ষার্থীদের বিদায় দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেলা এগারটার দিকে বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় চত্বরে আয়োজিত বিদায় ও বরণ অনুষ্ঠানে প্রধান শিক্ষক আলীমুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম। উপস্থিত ছিলেন- সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, হাসানুজ্জামান, আব্দুল আলিম, তফেজ উদ্দীন ও দিলারা আফরোজসহ শিক্ষক ও পরিচালনা পর্যদের সদস্যবৃন্দ। একই সময়ে পৌর মাধ্যমিক বিদ্যালয় সভাকক্ষে বরণ ও বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শেখ তাউফিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন গাংনী থানার ওসি মাছুদুল আলম। বক্তব্য রাখেন- প্রধান শিক্ষক মোমিনুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মগরেব আলী ও সহকারী প্রকৌশলী (শিক্ষা) জহিরুল ইসলাম। দুপুর সাড়ে বারটর দিকে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ চত্বরে বিদায় ও বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোশারেফ হোসেন। সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আফজাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মগরেব আলী, বিশিষ্ট সংগঠক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম, জোরপুকুরিয়া তেরাইল কলেজের প্রভাষক মাছুম উল হক মিন্টু। অনুষ্ঠান সঞ্চালন করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ।