চুয়াডাঙ্গা ও মেহেরপুরের বিভিন্নস্থানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ও মেহেরপুরের বিভিন্নস্থানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিভিন্ন সংগঠনে ও রাজনৈতিক বিদদের আয়োজনে এ সব ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গায় আত্মবিশ্বাসের আয়োজনে ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধায় আত্মবিশ্বাসের নিজেস্ব কার্যালয়ে আত্মবিশ্বাসের নির্বাহী পরিচালক আকরামুল হক বিশ্বাসের আমন্ত্রণে  সরকারি-বেসরকারি ও বিভিন্ন রাজনৈতিক নেতা-কর্মীদের সাথে নিয়ে এক ইফতার পার্টির আয়োজন করা হয়। এতে আমন্ত্রণ জানানো হয় জেলা আওয়ামী লীগের সভাপতি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, চুয়াডাঙ্গার জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহামেদ, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইটিসি আব্দুর রাজ্জাক, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন আব্দুল মোমেন, অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল তরিকুল ইসলাম, স্থানীয় সরকারের উপপরিচাক আনজুমান আরা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জসিম উদ্দীন, জাসদ নেতা তৌহিদ হোসেন ও ডা.আবু বকর সিদ্দিকসহ আরো অনেকে। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন আত্মবিশ্বাসের উপপরিচালক রফিকুল হাসান জোয়ার্দ্দার ও প্রশাসনিক কর্মকর্তা সাহেদ হাসান হালিম।

আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গার ব্র্যাক অফিসের উদ্যোগে ইফতার পার্টি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, পৌর সভার মেয়র হাসান কাদির গনু, ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক শফিকুল ইসলাম, আঞ্চলিক ব্যবস্থাপক (প্রগতি) দেবাশিষ দেবনাথ, আঞ্চলিক ব্যবস্থাপক  রবিউল ইসলাম, আঞ্চলিক ব্যবস্থাপক (প্রগতি) মোহাম্মদ শামিম, আলমডাঙ্গা শাখা ব্যবস্থাপক আব্দুল আওয়াল, ও আব্দুস সামাদ, আওয়ামী লীগ নেতা আতিয়ার রহমান, বিআরডিবির চেয়ারম্যান মহিদুল ইসলাম মহিদ ও বিশিষ্ঠ ব্যবসায়ী ঠাণ্ডু রহমান। দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ সোনা মিয়া।

জামজামি প্রতিনিধি জানিয়েছেন, আলমডাঙ্গার জামজামি বাজার ব্র্যাকের উদ্যোগে রোববার  সাংবাদিক ও সূধীজনদের সম্মানে  ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত ইফতার ও দোয়ার মাহফিলে সভাপতিত্ব করেন ব্র্যাক জামজামি বাজার শাখা ব্যবস্থাপক  স্বপ্না নাহার বানু।  উপস্থিত ছিলেন ব্র্যাক চুয়াডাঙ্গা জেলার আঞ্চলিক ব্যাবস্থাপক শফিকুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক নজরুল ইসলাম, এলাকা ব্যবস্থাপক আলমডাঙ্গার মাসুদ শামীম, জামজামি ইউনিয়ন আ.লীগের সভাপতি দিদার আলী মালিথা,  ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক রাহাব উদ্দিন, জামজামি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক কেএ মান্নান, জামজামি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রতন শাহ,  আলমডাঙ্গা উপজেলা যুবদলের যুগ্মআহ্বায়ক শাহ আলম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, ইউপি সদস্য আসমান আলী, জামজামি বাজার বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক ওরাদ আলী,  স্থানীয় ফাঁড়ি পুলিশ। দোয়ার মাহফিল পরিচালনা করেন মাও. আকবর হোসাইন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্র্যাক জামজামি বাজার শাখার পিও (দাবি) শাহাদত হোসেন।

ভ্রাম্যমাণ প্রতিনিধি জানিয়েছেন, সেচ্ছাসেবী  সংস্থা ব্র্যাক কার্পাসডাঙ্গা শাখা অফিসের উদ্যোগে সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করে। গতকাল রোববার বিকেল সাড়ে ৬টার দিকে কার্পাসডাঙ্গা ব্র্যাক অফিস হলরুমে এ ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন আ.লীগ নেতা আব্দুল কাদের বিশ্বাস, জেলা কৃষকলীগ নেতা আব্দুস  সালাম বিশ্বাস, সাইফুল ইসলাম, ইউপি সদস্য মুকুল মোল্লা, আসলাম উদ্দীন, বিএনপি নেতা সাবেক ইউপি সদস্য মুজতবা আলী বকুল, কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সম্পাদক সাংবাদিক মোস্তাফিজ কচি, যুগ্মসম্পাদক শরীফুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী খুরশীদ আলম, মাজেদুল হক, অক্সফোর্ড কিন্ডার গার্ডেনের পরিচালক বনি ইয়ামিন, কার্পাসডাঙ্গা বাজার দোকান মালিক সমিতির সভাপতি আজিবার রহমান সিজার, ক্যাম্প ইনচার্জ এসআই সুব্রত বিশ্বাস, এএসআই আলমগীর কবির, এএসআই মাসুদ রানা, এএসআই শাহাজালাল, ব্র্যাকের শাখা ব্যবস্থাপক দীপক কুমার দাশ, ঋণ কর্মকর্তা  ইয়াসিন আলামিন। দোয়া ও ইফতার পার্টি পরিচালনা করেন আরামডাঙ্গা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ জিয়াউর রহমান।

মেহেরপুর অফিস জানিয়েছেন, মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ইফতার ও দোয়া মহাফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় মেহেরপুর সার্কিট হাউজে জেলা প্রশাসক পরিমল সিংহ’র সভাপতিত্বে ইফতার ও দোয়া মহাফিলে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ মোহা. গাজী রহমান, পুলিশ সুপার আনিছুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. গোলাম রসুল, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহম্মেদ, জেলা জজ আদালতের পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেন, সাধারণ সম্পাদক রফিকুল আলম, জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তা বশির আহমেদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাভলী ইয়াসমিন, বুড়িপোতা ইউপি চেয়ারম্যান শাহজামান, বাগোয়ানের ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আরিফুল এনাম বকুল প্রমুখ।

স্থানীয় সরকারের উপ-পরিচালক খায়রুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর, (রাজস্ব) শেখ ফরিদ আহমেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মঈনুল হাসানসহ জেলা প্রশাসনের সহকারী কমিশনারবৃন্দ আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান।

এছাড়া অনুষ্ঠানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনীতিবিদ, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ইফতার ও দোয়া মহাফিলে অংশ নেন। অনুষ্ঠানে দেশ ও জাতির শান্তি কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন মেহেরপুর কোর্ট মসজিদের পেশ ইমাম আলহাজ আনছার উদ্দীন বেলালী।

মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, মুজিবনগর উপজেলার ব্র্যাক অফিসের উদ্যোগে ইফতার ও দোয়া মহাফিল গতকাল রোববার উপজেলার মুজিবনগর ব্র্যাক অফিসে অনুষ্ঠিত হয়। দাবি শাখা ব্যবস্থাপক হাফিজুর রহমানের সভাপতিত্বে ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর থানা ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসআই ইয়ামিন আলী, মুজিবনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সফি ও প্রধান শিক্ষক হারুন অর রশিদ। উপস্থিত ছিলেন ম্যানেজার গোপাল চন্দ্র সাহা, আবুল কালাম আজাদ ও সোস্তারু আহাম্মদ। দোয়া পরিচালনা করেন মুজিবনগর কমপ্লেক্স মসজিদের ইমাম মতিউর রহমান। উপস্থিত ছিলেন ব্র্যাক অফিসের কর্মচারীবৃন্দ।