চুয়াডাঙ্গা ও মেহেরপুরের বিভিন্ন স্থানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ও মেহেরপুরসহ বিভিন্নস্থনে ইফতার মাহফিলে আয়োজন করা হয়েছে। গতকাল শুক্রবার বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গায় মূখ্য পাট পরিদর্শক কার্যালয়ে দোয়া মাহফিল ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার শহরের কলেজ রোডের মূখ্য পাট পরিদর্শক কার্যালয়ে এ দোয়া মাহফিল ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। এসময় মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আকতারুজ্জামান শান্তি। মূখ্য পাট পরিদর্শক মো. আলাউদ্দিন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মাদরাসার হাফেজগণ উপস্থিত ছিলেন।

‌এদিকে চুয়াডাঙ্গা রেলবাজার জাগো সঞ্চয় সমিতির উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা রেলবাজারে সমিতির নিজেস্ব কার্যালয়ে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোস্তফা মাস্তার,  সমিতির সভাপতি রুবায়েত বিন আজাদ সুস্থির, সাধারণ সম্পাদক বিপুল শরীফ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের জেলা শাখার সাধারণ সম্পাদক গোরিব রুহানি মাসুম শাহী, আশরাফ উদ্দীন ও মনিরুজ্জামানসহ আরো অনেকে। ইফতার মাহফিলে দেয়া পরিচালনা করেন ওয়াইছিয়া জামে মসজিদের ইমাম সিহাব উদ্দীন।

দর্শনা অফিস জানিয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দর্শনা পৌর শাখা প্রতি বছরের মতো এ বছরো সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আনোজন করা হয়। গতকাল শুক্রবার দর্শনা প্রেসক্লাবে অনুষ্ঠিত ইফতার মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনাসভার সভাপতিত্ব করেন দর্শনা পৌর জামায়াতের আমির মাহবুবুর রহমান টুকু। প্রধান অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির আনোয়ারুল ইসলাম মালিক। প্রধান আলোচক ছিলেন জেলা সেক্রেটারি, চুয়াডাঙ্গা-২ আসনের নমনী রুহুল আমিন। অন্যান্যের মধ্যে আলোচনা করেন, জামায়াত নেতা আবু বক্কর সিদ্দিক, দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল, সাধারণ সম্পাদক চঞ্চল মেহমুদ, জামায়াত নেতা আমজাদ হোসেন, শিবির নেতা দর্শনা পৌর কাউন্সিলর সাহিকুল আলম অপু ও আমির হাসান। তানজির আহম্মেদ কোরআন তেলোয়াত করেন। উপস্থাপনা করেন মাও আবুজার গেফারী। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, দর্শনা প্রেসক্লাবের সহসভাপতি আজিমুদ্দিন আহমেদ, যুগ্মসম্পাদক আহসান হাবীব মামুন, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান সুমন, কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম, দফতর সম্পাদক জিল্লুর রহমান মধু, ক্রিড়া সম্পাদক মুনজুর আহম্মেদ, সাবেক সভাপতি হানিফ মণ্ডল, আওয়াল হোসেন, সহসভাপতি মাহমুদ হাসান রনি, যুগ্মসম্পাদক নজরুল ইসলাম, এফএ আলমগীর, আজাদ হোসেন, কামরুজ্জামান যুদ্ধ, এসএম ওসমান, সাব্বির আলীম, সুজন প্রমুখ।।

এছাড়া দর্শনা পৌরসভার ৬ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার মেমনগর স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা হাবিবুর রহমান বুলেট, লুতফর রহমান, শফিউদ্দিন, শরীফ উদ্দিন, আজাদ হোসেন, হান্নান মেম্বার, মালেক মণ্ডল, ইকবাল হোসেন, রেজাউল ইসলাম, নাসির উদ্দিন খেদু, আজিজুল ইসলাম, মোমিনুল ইসলাম, আশরাফুল ইসলাম, যুবদলনেতা জালাল উদ্দিন, লিটন, জাহান আলী, সরোয়ার, রাসেল, ছাত্রনেতা হাসু, লিংকন, লাবু, মাসুদ, মেহেদী, অনিক, মুন্না প্রমুখ।

দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদায় জাতীয় পার্টির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে দামুড়হুদা পাইলট গালর্স স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ওই ইফতার মাহফির অনুষ্ঠিত হয়।

দামুড়হুদা সদর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আশরাফ হোসেন মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আগামী সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনের জাতীয় পার্টির মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী  দেলোয়ার উদ্দীন দুলু জোয়ার্দ্দার। অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা জাতীয় পার্টির সভাপতি শহিদুল আলম, সাধারণ সম্পাদক জামাল উদ্দীন, সাংগঠনিক সম্পাদক শহিদ আজম সদু, সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর, রবিউল মাস্টার, দামুড়হুদা সদর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, হাউলী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মনিরুল ইসলাম ঝন্টু, অর্থ সম্পাদক রহিদুল হক খোকন, শফি, জেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক স্বপন রেজা, সদস্য আবদুর রব, ইউসুফ, আলাল, স্বপন মণ্ডল, সাইদুর প্রমুখ। ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল ও শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন জেলা জাতীয় পার্টির সদস্য আবুল হাসান টোকন জোয়ার্দ্দার।

মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলার ৫ ইউনিয়নের ভিক্ষুকদের ইফতারি করানো হয়েছে। গতকাল শুক্রবার সদর উপজেলার আমঝুপি, পিরোজপুর, আমদহ, বুড়িপোতা ও কুতুবপুর ইউনিয়ন পরিষদে ওই ইফতারি করানো হয়।

আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহানউদ্দিন আহম্মেদ চুন্নুর সভাপতিত্বে ভিক্ষুকদের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ। এদিন সেখানে ৮০ জন ভিক্ষুকের মধ্যে ইফতার বিতরণ করা হয়। আমদহ ইউনিয়নে ৩৪ জন ভিক্ষুককে ইফতারি করানো হয়। ইফতার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার আরিফ হোসেন। উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম ও ওয়ার্ড সদস্যবৃন্দ। বুড়িপোতা ইউনিয়ন পরিষদের ভিক্ষুকদের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার নূর এ আলম। একই সময় বুড়িপোতা ইউপির ১৫ জন ভিক্ষুকের মাঝে শাড়ি ও ১৩ জন ভিক্ষুকের মাঝে লুঙ্গি বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শাহ জামান, ইউপি সচিব সানোয়ার হোসেন সানু প্রমুখ। একই দিন কুতুবপুর ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলামের সভাপতিত্বে ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সামিউল হক। অনুষ্ঠানে ৫৮ জন ইফতার ভোগ করেন।

বারাদী প্রতিনিধি জানিয়েছেন, পিরোজপুর ইউনিয়ানের উদ্যোগে ইউনিয়নের ভিক্ষুকদের ইফতার পার্টি আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন এডিসি জেনারেল রশিদুল মান্নাফ। উপস্থিত ছিলেন ডাবলু মেম্বার ও ইউপি সচিব এরশাদ আলী। দোয়া পরিচালনা করেন মোমিনপুর জামে মসজিদের ইমাম মনিরুজামান। অপরদিকে বারাদী বাজার হাটচালায় ইফতার পার্টির আয়োজন করা হয়। সভাপতিত্ব  করেন বারাদী বাজার কমিটির সভাপতি হাজি লিয়াকত আলী সর্দ্দার।

মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, মুজিবনগর উপজেলার প্রাক্তন সৈনিক সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মহাফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার মুজিবনগর কমপ্লেক্স মসজিদে ওই ইফতার ও দোয় মহাফিল অনুষ্ঠিত হয়। প্রাক্তন সৈনিক সংস্থার সভাপতি সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) আলহাজ আহসান আলী খানের সভাপতিত্বে ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন। স্বাগত বক্তব্য রাখেন সংস্থ্যার সাধারণ সম্পাদক হাবিলদার (অব.) ইসমাইল হোসেন। দোয়া পরিচালনা করেন মুজিবনগর কমপ্লেক্স মসজিদে পেশ ইমাম মতিউর রহমান। উপস্থিত ছিলেন সংস্থ্যার সদস্যবৃন্দ।