চুয়াডাঙ্গা ও মেহেরপুরের বিভিন্নস্থানে ইফতার মাহফিল

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পুলিশ প্রশাসনের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। গতকাল সন্ধ্যায় পুলিশ লাইনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে পুলিশ সুপারসহ কর্মকর্তারা অতিথিদের স্বাগত জানান। ইফতার মাহফিলে জেলা ও দায়রা জজ শিরিন কবিতা আখতার, জেলা প্রশাসক সায়মা ইউনুস, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ড. এবিএম মাহমুদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা, জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর মনজু, পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুর রাজ্জাক, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ছূফী উল্লাহ, জেলা গোয়েন্দ পুলিশের অফিসার ইনচার্জ এএইচএম কামরুজ্জামান খানসহ জেলার সকল সরকারি, বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধু পরিষদ স্বাস্থ্য’র আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সদর হাসপাতালের সম্মেলনকক্ষে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হত। ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিষদের উপদেষ্টা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ উজ্জামান লিটু, ডা. একরামুল হক। সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিষদ স্বাস্থ্য চুয়াডাঙ্গার সভাপতি আরমান আলী শেখ। সার্বিক দায়িত্বে ছিলেন আকতার হোসেন, আমিরুল ইসলাম, বদিউজ্জামান লাভলু। ইফতার মাহফিলে ডা. আবুল হোসেন, ডা. মাহবুবুর রহমান মিলনসহ হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।

বেগমপুর প্রতিনিধি  জানিয়েছেন, বিকেল ৪টায় চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়ন জামায়াত শাখার উদ্যোগে বেগমপুর দাখিল মাদরাসা প্রাঙ্গণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন জামায়াতের সভাপতি আমিনুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী রুহুল আমিন, জেলা কর্ম পরিষদ সদস্য মসলেম উদ্দীন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আ.কাদের, সদর আমির মাও. রেজাউল হক. সদর থানা সেক্রেটারী মাও. বিল্লাল হোসেন, দর্শনা পৌর বায়তুল সম্পাদক আবু জার গিফারী, ইউনিয়ন সেক্রেটারী আবুল কালামসহ ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারীরা এবং কর্মীবৃন্দ।

ভালাইপুর প্রতিনিধি জানিয়েছেন, জনকল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার পাটি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় ইফতার পাটি উপলক্ষে জনকল্যাণ সংস্থার আলুকদিয়া শাখার মিটিং রুমে দোয়ার মাহফিলে শাখা ব্যাবস্থাপক আলতাফ হোসেনের সভাপতিত্বে অতিথি উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আব্দুস সালাম বিপ্লব, সংস্থার আঞ্চলিক ব্যবস্থাপক হাফিজুর রহমান পুটু, সহকারী পরিচালক রফিকুল ইসলাম, সহকারী পরিচালক অডিট সহিদুল ইসলাম, সহকারী পরিচালক কর্মসুচী আব্দুর রাজ্জাক, হিসাব রক্ষক আব্দুল মান্নান, রাজবধুর পরিচালক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদার জুড়ানপুর ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিকেলে উপজেলার দলকা লক্ষ্মীপুর স্কুলমাঠে জুড়ানপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন জুড়ানপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক সোহরাব হোসেন। উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলতাফ হোসেন, ২ নং ওয়ার্ড সদস্য আইন উদ্দীন, ৪ নং ওয়ার্ড সদস্য তরিকুল ইসলাম, আ.লীগ নেতা জামাল, সাকের আলী, জিয়ার, আব্দুল মান্নান, আনাস, কালাম, নূরাল, জুড়ানপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম উদ্দীন খুশি প্রমুখ।

মেহেরপুর অফিস জানিয়েছে, সন্ধ্যায় মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় সার্কিট হাউজ মিলনায়তনে ইফতার ও দোয়া মহাফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক পরিমল সিংহ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ রবিউল হাসান, পুলিশ সুপার হামিদুল আলম, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মহিদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, মেহেরপুর পৌর মেয়র আলহাজ মোতাচ্ছিম বিল্লাহ মতু, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেকসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকর্তা, রাজনীতিবিদ, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে দেশ ও জাতির শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মেহেরপুর দারুল উলুম আহমদিয়া ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ মো. আনছার উদ্দীন বেলালী।

মেহেরপুর অফিস আরও জানিয়েছে, গত মঙ্গলবার মেহেরপুর পুলিশ লাইন হলরুমে মেহেরপুরে জেলা পুলিশের উদ্যোগে ইফতার ও দোয়া মহাফিল অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপার হামিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি এসএম মনির-উজ-জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন, জেলা ও দায়রা জজ রবিউল হাসান, জেলা প্রশাসক পরিমল সিংহ, জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. মারুফ আহমেদ বিজন, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, গাংনী উপজেলা চেয়ারম্যান মুরাদ আলী, মেহেরপুর পৌর মেয়র আলহাজ মোতাচ্ছিম বিল্লাহ মতু, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলামসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকর্তা, রাজনীতিবিদ, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ইফতার ও দোয়া মহাফিলে অংশ নেন। অনুষ্ঠানে দেশ ও জাতির শান্তি কামনা করে দোয়া মোনাজাত করেন পুলিশ লাইন মসজিদের পেশ ইমাম হাফেজ মো. নুরুল ইসলাম।

কোটচাঁদপুর প্রতিনিধি জানিয়েছেন, ইসলামী ব্যাংক কোটচাঁদপুর শাখার উদ্যোগে গতকাল বুধবার রোজা ও তাকওয়ার’ আলোকে মানবিক ব্যাংকিং শীর্ষক আলোচনাসভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ব্যাংক শাখার হলরুমে অনুষ্ঠিত ইফতার মাহফিল সভাপতিত্ব করেন ব্যাংকটির খুলনা জোনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড অব জোন জনাব আবু নাসের মোহাম্মদ নাজমুল বারী। প্রধান অতিথি ছিলেন কোটচাঁদপুর পৌরসভার মেয়র জাহিদুল ইসলাম জাহিদ।  বিশেষ অতিথি ছিলেন কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহম্মেদ কবীর, প্রধান আলোচক ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মুহা. কামরুজ্জামান ও বিশেষ আলোচক ছিলেন কোটচাঁদপুর কামিল মাদরাসার অধ্যক্ষ বাহারুল ইসলাম।