চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে দিগন্ত টিভির ৫ম বর্ষপূর্তি উপলক্ষে ৱ্যালি মানববন্ধন ও আলোচনাসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: সম্প্রচার চালুর দাবিতে চুয়াডাঙ্গায় দিগন্ত টিভির ৫ম বর্ষপূর্তি উপলক্ষে ৱ্যালি, মানববন্ধন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সম্প্রচার নিষেধাজ্ঞায় কালো মেঘে ঢাকা দিগন্তের ৫ম বর্ষপূর্তি উপলক্ষে গতকাল বুধবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব থেকে একটি ৱ্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়। নয়াদিগন্ত ও দিগন্ত টিভির জেলা প্রতিনিধি বিপুল আশরাফের সভাপতিত্বে সাংবাদিক শেখ সেলিমের উপস্থাপনায় বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শামিম রেজা ডালিম, অ্যাড. তছিরুল আলম মালিক ডিউক, শিল্পকলা একাডেমীর সাবেক সাধারণ সম্পাদক হাজি ওয়ালিউর রহমান মালিক টুল্লু, জেলা যুবদলের আহ্বায়ক অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি রুহুল আমিন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের আহ্বায়ক মাহাতাব উদ্দিন প্রমুখ।

ডাকবাংলা প্রতিনিধি জানিয়েছেন, ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা আব্দুর রউফ ডিগ্রি কলেজ মাঠে গতকাল বুধবার দিগন্ত টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফুটবল ম্যাচের আয়োজন করেন এলাকার দিগন্ত টেলিভিশনের ভক্তরা। এ সময় প্রধান অতিথি ছিলেন দিগন্ত টিভির জেলা প্রতিনিধি আলাউদ্দীন আজাদ। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক রাজু আহমেদ, গিয়াস উদ্দীন সেতু, হাফিজুর, সেলিম রেজা মিলন, বসির উদ্দীন, সাইফুল প্রমুখ। দুটি দলের নাম একটি দিগন্ত একাদশ অন্যদিকে ডাকবাংলা বাজার একাদশের মধ্যে ৯০ মিনিটের খেলায় দিগন্ত একাদশ ও ডাকবাংলা একাদশ ৩-৩ গোলে ড্র হয়ে খেলা শেষ হয়।

মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুরে দিগন্ত টিভির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে শহীদ সামসুজ্জোহা পার্ক থেকে কালো ব্যানার নিয়ে ৱ্যালি বের করা হয়। ৱ্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে দিগন্ত টিভির সম্প্রচার চালুর দাবিতে স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধন করেন। পরে রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে ইউনিটির সহসভাপতি রশিদ হাসান খান আলোর সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় বক্তারা বলেন, গণমাধ্যম বন্ধ করার অর্থই হচ্ছে বাক স্বাধীনতার কণ্ঠ চেপে ধরা। যা কারো জন্যই মঙ্গলজনক নয়। তাই দ্রুত দিগন্ত টিভিসহ বন্ধ মিডিয়া খুলে দেয়ার দাবি জানান তারা।

ঝিনাইদহ অফিস জানিয়েছে, ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্যদিয়ে দিগন্ত টেলিভিশনের ৫ম বর্ষপূর্তি পালিত হয়। ‘সম্প্রচার নিষেধাজ্ঞার কালো মেঘে ঢাকা- দিগন্ত টেলিভিশনের ৫ম বর্ষপূর্তির আহ্বান সত্য ও সুন্দরের জন্য খুলে দাও দিগন্ত’ স্লোগানকে প্রতিপাদ্য করে গতকাল বুধবার বেলা সাড়ে দশটায় ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে দিগন্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সেক্রেটারি সাবেক মেয়র আব্দুল মালেক, ঝিনাইদহ আইন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অ্যাড. এসএম মসিউর রহমান, বিসিএস শিক্ষা ক্যাডার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সহসভাপতি অধ্যাপক মহব্বত হোসেন টিপু প্রমুখ।