চুয়াডাঙ্গা ইসলাম পাড়ায় পাটক্ষেত খাওয়াকে কেন্দ্র করে একজন পিটিয়ে জখম

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার ইসলাম পাড়ায় পাটের ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে বিরোধে রিপন (৩০) নামের এক কৃষক রক্তাক্ত জখম হয়েছেন। রিপন চুয়াডাঙ্গা জেলা শহরের ইসলাম পাড়ার মন্টু মিয়ার ছেলে। গতকাল তাকে রক্তাক্ত জখম অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

আহত রিপন বলেন, গতকাল দুপুর ১২টার দিকে ঘোড়ামারা ব্রিজের নিকট নিজের পাটক্ষেতে গিয়ে দেখতে পাই ইসলাম পাড়ার মালনচি নামের এক নারী তার ছাগলের পাল দিয়ে পাটের পাতা খাওয়াচ্ছেন। তাকে নিষেধ করলে তিনি আমার সাথে তর্ক শুরু করেন। কিছু পর মালনচি ইসলাম পাড়ার মান্নানের ছেলে সজীব, খবিরের ছেলে হামজা, শাহীনের ছেলে বাদল ও সহিদের ছেলে আরিফকে সাথে নিয়ে মালেক মুন্সির আম বাগানের ভেতর ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে আমাকে কোপাতে থাকে। স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। পড়ে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। চিকিৎসা শেষে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করে বিকেলে বাড়ি ফেরার পথে ইসলাম পাড়ার জিনারুলের দোকানের সামনে হামলাকারীরা পুনরায় আবার আমাকে লাঠিসোঁটা দিয়ে মারে এবং মামলা তুলে নেয়ার জন্য হুমকি দেয়। স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। আহত রিপন আরও বলেন, হামলাকারিরা প্রভাবশালী হওয়ায় বাড়িতে যেতে ভয় পাচ্ছি।