চুয়াডাঙ্গা ইটভাটা মালিক সমিতির পক্ষে নিরাপত্তা চেয়ে পুলিশ সুপারের কাছে আবেদন

 

স্টাফ রিপোর্টার: ইটভাটা মালিক-শ্রমিক চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিনযাপন করছেন। চুয়াডাঙ্গা ইটভাটা মালিক সমিতির পক্ষে ইটভাটা মালিক-শ্রমিকদের নিরাপত্তা চেয়ে পুলিশ সুপারের নিকট আবেদন করা হয়েছে। গত শুক্রবার এ আবেদন করা হয়েছে বলে চুয়াডাঙ্গা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক মোতালেব হোসেন জানান।

তিনি বলেন, আজ (গতকাল শনিবার) চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশীদুল হাসানের কাছে মালিক-শ্রমিকের নিরাপত্তা চাওয়া হলে তার পরামর্শে সন্তুষ্ট হতে পারেনি ইটভাটা-মালিক শ্রমিক নেতৃবৃন্দ। পুলিশ সুপার বলেছেন থানা, পুলিশ ফাঁড়ির সদস্যদের সজাগ করা হবে। রাতে মোবাইলপার্টির অভিযান বাড়ানো হবে। মোবাইলপার্টি ইটভাটার শ্রমিকদের সাথে সময় দিয়ে আসবে। এছাড়া নিয়মিত টহলের ব্যবস্থা করা হবে। পুলিশ সুপার ইটভাটায় লোকবল বৃদ্ধি করার পরামর্শ দিয়েছেন।

মালিক সমিতির সাধারণ সম্পাদক বলেন, আমরা লোকবল কোথায় পাবো। এমনিতে আতঙ্কে শ্রমিকরা কাজ করতে চাচ্ছে না। শ্রমিক না থাকলে কীভাবে লোকবল বৃদ্ধি করবো।