চুয়াডাঙ্গায় ১০ কোটি টাকা মূল্যের ভারতীয় কাপড়সহ একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে বিজিবি

স্টাফ রিপোর্টার: বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি-৬ চুয়াডাঙ্গা ক্যাম্পের একটি বিশেষ দল মাগুরা জেলার বেলনগর নামক স্থানে থেকে একটি কাভার্ড ভ্যান ভর্তি ১০ কোটি টাকা মূল্যের ভারতীয় কাপড় আটক করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিজিবি চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন দপ্তরে আয়োজিত এক প্রেসব্রিফিঙে এ তথ্য জানানো হয়।

বিজিবি-৬ ব্যাটালিয়ন চুয়াডাঙ্গার অধিনায়ক লে. কর্নেল গাজী মো. আসাদুজ্জামান জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। চোরাইপথে আনা এ ভারতীয় কাপড়ের চালানটি যশোরের বেনাপোল থেকে ঢাকার গাউছিয়া মার্কেটের চারতলায় অবস্থিত ফ্যাশন প্যালেস নামক একটি দোকানে যাওয়ার কথা ছিলো।

মালামাল বহনকারী কাভার্ড ভ্যানটিও আটক করা হয়েছে তবে ছেড়ে দেয়া হয়েছে এর চালক ও হেলপারকে। আটককৃত মালামাল দর্শনা কাস্টমসে জমা দেয়া হবে বলে তিনি জানান।