চুয়াডাঙ্গায় সিআইডির জেলা ক্যাম্প উদ্বোধন করলেন অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক শেখ হিমায়েত হোসেন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় সিআইডির জেলা ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি সিআইডির অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক শেখ হিমায়েত হোসেন গতকাল শনিবার বেলা ১২টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের ওপরে তিনতলায় নির্মিত ভবনটি উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে জেলা পুলিশ সুপারের সম্মেলনকক্ষে প্রধান অতিথি স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে বৈঠক করেন। তিনি এ সময় বলেন, সিআইডিকে নিয়ে হতাশার কোনো কারণ নেই। এখনকার সিআইডি অনেক আধুনিক, অনেক উন্নত। বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, একুশে আগস্টের গ্রেনেড হামলা, বিডিআর হত্যাকাণ্ডসহ দেশের সব চাঞ্চল্যকর মামলা সফলভাবে তদন্ত সম্পন্ন করেছে সিআইডি। বর্তমানে দু বছরের অধিক তদন্তাধীন মামলার সংখ্যা দু শতাংশেরও কম।

বৈঠকে অন্যান্যের মধ্যে সিআইডি যশোর-কুষ্টিয়া বিভাগের বিশেষ পুলিশ সুপার মো. শামসুল আলম ও জেলার অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার সুফিউল্লাহ, সিআইডির এএসপি কাজী হুমায়ন রশীদসহ জেলা পুলিশ ও সিআইডির চুয়াডাঙ্গা ও মেহেরপুর এলাকার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুয়াডাঙ্গা জেলা সিআইডিতে বর্তমানে তিনজন এসআই, দুজন এএসআইসহ ১৬ সদস্য কর্মরত রয়েছেন। বাংলাদেশ সরকারের অর্থায়নে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে এ ভবন নির্মিত হয়েছে।