চুয়াডাঙ্গায় সমাজসেবা অধিদফতরের উদ্যোগে দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে অর্থ প্রদান

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় সমাজসেবা অধিদফতরের উদ্যোগে ১শ’ ৫০জন দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে নগদ অর্থ প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সায়মা ইউনুস। বিশেষ অতিথি ছিলেন জাতীয় সমাজকল্যাণ পরিষদের সদস্য জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান। এ সময় জেলা প্রশাসক এ ধরনের সেবামূলক কাজ করার জন্য সমাজসেবা অধিদফতরের ভূয়সী প্রশংসা করেন। সমাজে প্রতিবন্ধীদের হেয় প্রতিপন্ন না করে তাদের জনসম্পদে রূপান্তরিত করতে সকলকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠাসে আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা সমাজসেবা অফিসার ছানোয়ার হোসেন, পৌর সমাজ কর্মী আব্দুল হাকিম প্রমুখ।
উল্লেখ্য, এ বছর জেলা সমাজসেবা অধিদফতরের উদ্যোগে ১শ’ ৫০জন দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ২ লাখ নগদ অর্থ প্রদান করা হয়।