চুয়াডাঙ্গায় সমবায় দিবস পালিত

 

স্টাফ রিপোর্টার: ‘স‌‌‌মবায়ে সামাজিক নিরাপত্তা’ প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় ৪২তম জাতীয় সমবায় দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ও চুয়াডাঙ্গা সমবায় ব্যাংকের সভাপতি ফলিলুর রহমান চুয়াডাঙ্গা সমবায় ব্যাংক লিমিটেডের সামনে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। এরপর জেলা সমবায় কার্যালয় থেকে একটি ৱ্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শ্রীমন্ত টাউন হলে এসে আলোচনাসভার আয়োজন করা হয়। আলোচনা সভায় চুয়াডাঙ্গা জেলা সমবায় অফিসার শাহানা হেলালীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এসএম রেজাউল করিম, চুয়াডাঙ্গা সদর উপজলা চেয়ারম্যান আশাদুল হক বিশ্বাস, সদর উপজেলা সমবায় অফিসার মোস্তফা কামাল, চুয়াডাঙ্গা সিসিএমপিএস’র সভাপতি মশিউর রহমান,অবিচল বহুমুখি সমবায় সমিতির আলাউদ্দিন, নবগঙ্গা খাল পাবি ব্যবস্থাপনা সমবায় সমিতির হাফিজুর রহমান, মাউপ যুব সমবায় সমিতির কারিম হোসেন বকুল প্রমুখ। কোরআন তেলাওয়াত করেন চুয়াডাঙ্গা সেবক মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সভাপতি মাও. হাবিবুর রহমান।

দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, এ উপলক্ষে গতকাল শনিবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। শেষে একটি ৱ্যালি উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বেলা ১১টার দিকে উপজেলা অডিটরিয়ামে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সহসভাপতি নাজিম উদ্দিন। বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আজাদুল ইসলাম আজাদ, উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, উপজেলা সহকারী প.প কর্মকর্তা আ. হালিম, উপজেলা সমবায় অফিসার ফসিয়ার রহমান, আ. হামিদ. শাহাজান আলী, হাবিবুর রহমান বিপ্লব প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রেসক্লাব সভাপতি দীন মোহাম্মদ।

আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, সকাল ১০টার দিকে উপজেলা চত্বর থেকে ৱ্যালি শহর প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে এসে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আনজুমান আরা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন, বিআরডিবির চেয়ারম্যান মহিদুল ইসলাম মহিদ, উপজেলা সমবায় অফিসার জামির হোসেন, প্রেসক্লাব সভাপতি হামিদুল ইসলাম, রফিকুল ইসলাম, আখতারুজ্জামান, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ। বক্তব্য রাখেন সহকারী পরিদর্শক কাবিল হোসেন জোয়ার্দ্দার, আবু হাশেম, মিজানুর রহমান, ইকবাল হোসেন প্রমুখ। উপস্থাপন করেন মাস্টার আবুল কাশেম।

জীবননগর ব্যুরো জানিয়েছে, সকালে উপজেলা ক্যাম্পাস থেকে বর্ণাঢ্য ৱ্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান আব্দুল খালেক। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আক্তার রিনি ও উপজেলা সমবায় অফিসার আবুল কালাম আজাদ। বক্তব্য রাখেন নাহার বানু ও বাবুল আক্তার। অনুষ্ঠানটি উপস্থাপন করেন ফিল্ড অর্গানাইজার মেজবাউল উদ্দিন।

মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুরে সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমীর সামনে গিয়ে শেষ হয়। ৱ্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন। জেলা সমবায় সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান টিপুসহ সমবায়ী ও সরকারি কর্মকর্তাবৃন্দ ৱ্যালিতে অংশগ্রহণ করেন। পরে জেলা শিল্পকলা একাডেমীর সামনে পতাকা উত্তেলনের মধ্য দিয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মাহমুদ হোসেন ও জেলা সমবায় সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান টিপু পতাকা উত্তোলন করেন। জেলা সমবায় কর্মকর্তা মাহাবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ মো. আসকার আলী। বক্তব্য রাখেন সমবায় কর্মকর্তা মোখলেছুর রহমান, কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সভাপতি আব্দুল মজিদ, চাঁদবিল মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি খুদিরাম হালদার, আক্কাস আলী, গোলাম কিবরিয়া প্রমুখ। অনুষ্ঠানে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে ভৈরব সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি. ও রতনপুর মহিলা সমবায় সমিতি লি. এবং শ্রেষ্ঠ সমবায়ী খুদিরাম হালদার, আকলিমা খাতুন, দাউদ হোসেন ও তোজাম্মেল হককে পুরস্কৃত করা হয়।

মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, সকাল ১০টার দিকে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার মোক্তার হোসেনের নেতৃত্বে একটি ৱ্যালি বের হয়। ৱ্যালিটি মুজিবনগর সড়ক প্রদক্ষিণ করে। পরে মুজিবনগর উপজেলা হলরুমে উপজেলা সমবায় কর্মকর্তা নাসরিন সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোক্তার হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান গুলনাহার বেগম। বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা নূর ইসলাম, পল্লি উন্নয়ন কর্মকর্তা মো. মনিরুজ্জামান, কালবের ব্যবস্থাপক মাসুম বিল্লাহ, আব্দুস সামাদ প্রমুখ।