চুয়াডাঙ্গায় শহর সমাজ উন্নয়ন প্রকল্প পরিষদ বিনা খরচে ৬ জনকে কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে ভর্তির সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা শহর সমাজ উন্নয়ন প্রকল্প পরিষদ একটি মহতি উদ্যোগ গ্রহণ করেছে। সরকারি শিশু পরিবারসহ ৬ জনকে সম্পূর্ণ বিনা খরচে ৬ মাসের কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষণ দেয়া হবে। গতকাল সোমবার বিকেলে শহর সমাজ উন্নয়ন প্রকল্প পরিষদের মাসিক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। চুয়াডাঙ্গা শহর সমাজ উন্নয়ন প্রকল্প পরিষদের সভাপতি শহিদুল ইসলাম সাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সমাজসেবা অধিদফতরের উপপরিচালক এসএম রফিকুল ইসলাম, পরিষদের সহসভাপতি রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন ও জাহাঙ্গীর আলম মালিক খোকন, শহর সমাজ উন্নয়ন প্রকল্প পরিষদের সমাজসেবা অফিসার ও সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সম্পাদক এমএম আলাউদ্দিন, কোষাধ্যক্ষ আলাউদ্দিন ওমর, সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক হুমায়ন কবীর মালিক, প্রচার ও গণসংযোগ সম্পাদক কিশোর কুমার কু-ু, কার্যনির্বাহী সদস্য আব্দুর রহমান জোয়ার্দ্দার, অ্যাড. মোল্লা আব্দুর রশিদ, শামসুজ্জোহা ও গোলাম মস্তফা শেখ মাস্তার উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গা শহর সমাজ উন্নয়ন প্রকল্প পরিষদের সভাপতি শহিদুল ইসলাম সাহান বলেন, এখন থেকে ৬ মাস অন্তর ৬ জনকে সম্পূর্ণ বিনা খরচে ৬ মাসের কোর্সে কম্পিউটার প্রশিক্ষণ দেয়া হবে। এর মধ্যে রয়েছে সরকারি শিশু পরিবারের দুজন, মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি-নাতনি এবং প্রতিবন্ধী ছেলে-মেয়েরা আবেদন করতে পারবেন। তবে অসহায় ও গরিব মানুষেরা এ সুযোগ পাবেন। ইতোমধ্যে চুয়াডাঙ্গা সরকারি শিশু পরিবারের দুজনকে কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে বিনা খরচে ভর্তি করা হয়েছে।’