চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অধিকতর প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অধিকতর প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই সেমিনারের আয়োজন করে জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এতে সভাপত্বি করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন। সহকারী কমিশনার ফখরুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে আরও উপস্থিত ছিলেন নেজারত ডেপুটি কালেক্টর তরিকুল ইসলাম, জেলা মার্কেটিং কর্মকর্তা শহিদুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এবিএম রবিউল ইসলাম, জেলা ব্র্যাক প্রতিনিধি জাহাঙ্গীর আলমসহ সরকারী বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা সেমিনারে অংশ নেন। প্রথমে ভোক্তা অধিকার আইন সম্পর্কে প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন চুয়াডাঙ্গা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান। সেমিনারে ভোক্তা অধিকার আইন সম্পর্কে অবহিতকরণ এবং তা প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন অতিথিবৃন্দ।

এসময় জেলা প্রশাসক জানান, রমজানে উপজেলা ও জেলা পর্যায়ে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে। যারা ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তাই এবিষয়ে সকলকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।