চুয়াডাঙ্গায় নিম্নমাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি তুলেছেন নন-এমপিও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা। তারা গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় এ দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ কর্মসূচি পালন করেন। চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা নন-এমপিও নিম্নমাধ্যমিক বিদ্যালয় শিক্ষক-কর্মচারী সমিতির আহ্বায়ক মো. নুরুজ্জামান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ আলী জিন্নাহ, বকতিয়ার উদ্দিন ও হানিফ উদ্দিন। বক্তারা দেশের সকল স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও নিম্নমাধ্যমিক বিদ্যালয় প্রাথমিক শিক্ষার অধিভুক্ত করে জাতীয়করণের দাবি জানান। পরে শিক্ষকবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন। স্মারকলিপিটি গ্রহণ করেন জেলা প্রশাসক সায়মা ইউনুস।