চুয়াডাঙ্গায় দেশ টিভি’র নবম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার: শুভাকাক্সক্ষী ও সহকর্মীদের শুভেচ্ছা আর ভালোবাসার মধ্যদিয়ে পালিত হলো দেশ টিভি’র নবম প্রতিষ্ঠাবার্ষীকী। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালায় ছিলো আলোচনাসভা, কেক কাটা ও শোভাযাত্রা। আলোচনাসভায় বক্তারা বলেন, দেশ টিভি শুধু স্বাধীনতার চেতনায় লালন করে না, বেসরকারি এ টেলিভিশনটি বাঙালির নিজস্ব সংস্কৃতি চর্চায় টানা ৯ বছর ধরে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি দৈনিক মাথাভাঙ্গার সম্পাদক ও প্রকাশক সরদার আল আমিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন দেশ টিভি’র চুয়াডাঙ্গা প্রতিনিধি খাইরুজ্জামান সেতু। বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সহসভাপতি শেখ সেলিমের উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনকণ্ঠ প্রতিনিধি রাজীব হাসান কচি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক প্রথম আলো প্রতিনিধি শাহ আলম সনি, এটিএন বাংলা এটিএন নিউজের জেলা প্রতিনিধি রফিক রহমান ও এসএ টিভির জেলা প্রতিনিধি বিপুল আশরাফ। আলোচনাসভা শেষে কেক কেটে দেশ টিভির প্রধিনিধির মুখে তুলে দেন অতিথিবৃন্দ। আয়োজনের শেষ প্রান্তে জেলা শহরে বের করা হয় শোভাযাত্রা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *