চুয়াডাঙ্গায় জলবায়ু পরিবর্তন কৌশলপত্র ও কর্মপরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত

ডিঙ্গেদহ প্রতিনিধি: বাংলাদেশ জলবায়ু পরিবর্তন কৌশলপত্র ও কর্মপরিকল্পনা ২০০৯, জনঅংশগ্রহণ বাস্তবায়ন ও সমন্বয় শীর্ষক কর্মশালা গতকাল মঙ্গলবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা ডেভেলপমেন্ট ফোরাম (সিডিএফ) ট্রেনিংরুমে অনুষ্ঠিত হয়। অক্সফাম, সিএসআরএল, ইউরোপিয় ইউনিয়ন, গ্রো ও কর্মজীবী নারীর সহযোগিতায় পল্লী উন্নয়ন সংস্থা (পাস) কর্তৃক আয়োজিত কর্মশালায় জেলা কৃষি জনমূল্য কমিশনের সহসভাপতি বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি মরিয়ম শেলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি জনমূল্য কমিশনের সভাপতি চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশাদুল হক বিশ্বাস। অতিথি ছিলেন জেলা জাসদের সম্পাদক তৌহিদ হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সরদার আলি হোসেন, অনলাইন নলেজ সোসাইটির নির্বাহী প্রধান প্রদীপ কুমার রায়। বক্তব্য রাখেন জেলা মূল্য কমিশনের সচিব ইলিয়াস হোসেন, প্রথম আলো প্রতিনিধি শাহ আলম সনি, জেলা কৃষিমূল্য কমিশনের সদস্য জহির রায়হান, সিডিএফ’র সম্পাদক বিল্লাল হোসেন, জেলা মূল্য কমিশনের সদস্য শহিদুল হক বিশ্বাস, অ্যাড, নওশেদ আলী, আমির হোসেন, সজল হোসেন, সাতগাড়ী মোড় ব্যবসায়ী সমিতির সভাপতি উজ্জ্বল হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন পাস’র পরিচালক কাতব আলী।