চুয়াডাঙ্গার হিজলগাড়ি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

 

তিন ওষুধের দোকানসহ প্রতিষ্ঠানে জরিমানা

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার হিজলগাড়ি বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছেন। এ অভিযানে ৩ ওষুধের দোকানসহ ৭ প্রতিষ্ঠানে জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে বেগমপুর ইউনিয়নের হিজলগাড়ি বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার মৃনাল কান্তি দে।

জান গেছে, গতকাল বুধবার হিজলগাড়ি বাজারের মেসার্স কামরুল ফার্মেসির লাইন্সেস না থাকায় ৩ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে মুরগির কাটা মাংস বিক্রির অভিযোগে মোতালেব পোল্ট্রি ফিডের ১ হাজার টাকা, আয়েল পোল্ট্রি ফিডে ১ হাজার টাকা ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ দোকানে রাখায় অপরাধে জোয়ার্দ্দার ফার্মেসির মালিককে ৫শ টাকা, আরএস ফার্মেসির লাইন্সেসের মেয়াদ উত্তীর্ণের কারণে ১ হাজার টাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে সংগ্রাম হোটেলের মালিককে ৫শ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক মৃনাল কান্তি দে। অভিযান চলাকালীন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসারের সাথে ছিলেন চুয়াডাঙ্গা ড্রাগ সুপার সুকর্ণ আহমেদ, বেঞ্চ সহকারী আইন উদ্দিন ও এএসআই জমসেদ। উপজেলা নির্বাহী অফিসার মৃনাল কান্তি দে বলেন, সম্প্রতি হিজলগাড়ি বাজারের ওষুধের দোকানগুলো থেকে উঠতি বয়সের যুবকেরা ঘুমের ওষুধ কিনে খাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। কোনো প্রকার ব্যবস্থাপত্র ছাড়া ঘুমের ওষুধ বিক্রি না করার জন্য ওষুধ দোকানিদের প্রতি আহ্বান জানান তিনি।