চুয়াডাঙ্গার সরোজগঞ্জ আরআরএফ কর্মীর বিরুদ্ধে প্রবাসীর স্ত্রী ধর্ষণের অপচেষ্টা : গণপিটুনি

সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা বসুভাণ্ডারদহ সরদারপাড়ার প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ অপচেষ্টার অভিযোগ উঠেছে। ভালো সাজতে গিয়ে অভিযুক্ত আরআরএফ কর্মী মিজান হোসেন গ্রামবাসীর পিটুনির শিকার হয়েছেন। ঘটনাটি গত রোববার দুপুর ২টার দিকে।

জানা গেছে, চুয়াডাঙ্গার সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের বসুভাণ্ডারদহ সরদারপাড়ার মালয়েশিয়া প্রবাসী ফারুক হোসেনের স্ত্রী মজিরোন নেছাকে (৩০) পুরাতন ঋণ পরিশোধ করে নতুন ঋণ নেয়ার কথা বলে আরআরএফ’র কর্মী মিজান হোসেন। সরোজগঞ্জ আরআরএফ অফিসে আসতে বলেন। তার কথামতো গত রোববার দুপুরের মজিরোন নেছা বাড়ি থেকে সরোজগঞ্জ বাজারের আরআরএফ শাখায় যান ঋণ পরিশোধ করে নতুল ঋণ নিতে। এ সময় অফিসে কেউ না থাকায় মিজান হোসেন ও পলাশ নামের আর এক কর্মী অফিসের দরজার সিটকিনি দিয়ে দিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ অপচেষ্টা চালায়। ঘটনা ঘটার কিছু সময় পর মিজান হোসেন বসুভাণ্ডারদহ গ্রামে এসে ওই মহিলার নিকট অফিসে যা ঘটেছে তা কারো না বলার জন্য অনুরোধ করেন। এ সময় প্রতিবেশীরা ছুটে গিয়ে মিজান হোসেনকে গণধোলাই দিয়ে বেঁধে রাখে। পরে স্থানীদের সহযোগিতায় ওই অফিসের লোকজন তাকে উদ্ধার করে অফিসে নিয়ে যান। এ বিষয়ে লোকলজ্জার ভয়ে মামলা করেনি ভিকটিম।