চুয়াডাঙ্গার সরোজগঞ্জে ২৪ প্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠান সম্পন্ন

 

সরোজগঞ্জ প্রতিনিধি: দেশ মাতৃকা ও বিশ্ব জননীর সকল সন্তানের মঙ্গল কামনায় চুয়াডাঙ্গার সরোজগঞ্জ কাছারিপাড়া সার্বজনীন পূজা মন্দির প্রাঙ্গণে ১ম বার্ষিকী ২৪ প্রহরব্যাপী অষণ্ড শ্রী শ্রী তারকব্রক্ষ মহানামযজ্ঞ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সন্ধায় অনুষ্ঠানটি শেষ হয়। অনুষ্ঠানে নামসুধা পরিবেশন করেন যোগমায়া সম্প্রদায় রাজবাড়ী, অষ্টলীলা অষ্ট সখী সম্প্রদায় (মহিলা) গোপালগঞ্জ, শ্রী শ্রী নিত্যানন্দ সম্প্রদায় ঝিনাইদহ, শ্যাম সুন্দর সম্প্রদায় (মহিলা) খুলনা, কৃষ্ণ ভক্ত সুধামা সম্প্রদায় মাগুরা, মা প্রতিমা সম্প্রদায় (মহিলা) যশোর, হরি বাসর সম্প্রদায় স্বাগতিক সরোজগঞ্জ। মহানামযজ্ঞের শুভ অধিবাস পাঠ করেন ইসলামী বিশ্ব বিদ্যালয়ের প্রফেসার ড. অরবিন্দ সাহা ও গোষ্ঠলীলা কীর্তন পরিবেশন করেন হরিবাসর আনন্দ আশ্রম সম্প্রদায় হরিণাকুণণ্ডু ঝিনাইদহ। অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন সভাপতি সুজল কুমার অধিকারী, সাধারণ সম্পাদক শংকর কুমার শর্মা, সহসভাপতি তাপস কুমার গোস্বামী, কৃষ্ণ কমার সাহা, গুরুপদ বিশ্বাস, নিপেন কর্মকার, কোষাধ্যক্ষ অরুন শর্মা, রত্না রাণী জোয়াদ্দার, মায়া রাণী অধিকারী, লক্ষী রাণী কর্মকার, লক্ষী ব্যানার্জী, ষষ্ঠি চরন রায় মরোরজ্ঞন সরকার, উত্তম কর্মকার, স্বপন সাহা, গৌতম সাহা, দেবদাশ প্রমুখ।