চুয়াডাঙ্গার রেলপাড়ায় ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

 

চুয়াডাঙ্গা পৌর এলাকার রেলপাড়ায় ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে এ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু।

চুয়াডাঙ্গা পৌরসভার বার্ষিক উন্নয়ন তহবিল প্রকল্পের আওতায় রেলপাড়ায় লাবলুর বাড়ি হতে হাপু বিডিআরের বাড়ি হয়ে আলামীন মিয়ার বাড়ি পর্যন্ত ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান কাওছার, উপসহকারী প্রকৌশলী আল আমিন কবির, কার্যসহকারী সোহেল রানা, ঠিকাদার মুক্তার, যুবলীগ নেতা জিয়া, রাসেদ, ছাত্রলীগ নেতা রনি এবং আলামীন মিয়াসহ রেলপাড়ার বাসিন্দাগণ। এ সময় মেয়র বলেন, আপনাদের সহযোগিতায় পেলে চুয়াডাঙ্গা পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে রূপান্তরিত করতে পারবো। এলাকায় ড্রেন না থাকায় বাড়ির ব্যবহৃত পানি ফেলার কোনো জায়গা ছিলনা। সামান্য বর্ষায় রাস্তা ও বাড়ির আঙিনায় পানি জমে চলাচলে অসুবিধা সৃষ্টি হয়। এই এলাকায় ড্রেন নির্মাণ হলে জনসাধারণের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে। (প্রেসবিজ্ঞপ্তি)