চুয়াডাঙ্গার বদরগঞ্জ বাজারের যাত্রীছাউনির বেহাল দশা

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ঝিনাইদহ সড়কের বদরগঞ্জ বাজারের যাত্রীছাউনিটির দশা যাচ্ছেতাই অবস্থা। ছাদ ঢসে পড়ে মারণ ফাঁদ তৈরি হয়েছে। যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের অঘটন। ছাদের ওপর বিভিন্ন আবর্জনা জমে স্তূপ তৈরি হয়েছে। বৃষ্টির সময় পানি ওই আবর্জনায় টেনে নেয়। ফলে পানি বাইরে গড়িয়ে পড়ে না। পানি জমে ভারী হয়ে ছাদের ওপর ফাটল দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে এক বাসযাত্রী তার পরিবার নিয়ে যাত্রীছাউনি ঘরে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় ছাউনির ছাদ ধসে পড়ে তাদের সামনে। অল্পের জন্য তারা রক্ষা পান। বিষয়টি দৃষ্টিগোচরে নিয়ে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস যাত্রীছাউনি নির্মাণের উদ্যোগ নেবেন বলে বদরগঞ্জবাসী আশা করে।