চুয়াডাঙ্গার দোস্ত-সুবদপুর রাস্তা নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার এলাকাবসীর প্রতিরোধে নির্মাণকাজ বন্ধ

 

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের দোস্তবাজার-সুবদপুর হেরিং রাস্তা নির্মাণ কাজে নিম্নমানের ইট, বালি ব্যবহার করায় ফুঁসে উঠেছে এলাকাবাসী। সিডিউল মোতাবেক কাজ করার দাবিতে বন্ধ করে দেয়া হয়েছে নির্মাণকাজ।

এলাকাবাসীর অভিযোগে জানা গেছে, দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে সম্প্রতি দোস্তবাজার-সুবদপুর সড়কের মাঝপথে ৫৮০ মিটার হেরিং রাস্তা নির্মাণের জন্য চুয়াডাঙ্গা জেলা পরিষদ টেন্ডারের মাধ্যমে ৪ লাখ ৬৫ হাজার টাকা বরাদ্দ দেয়। কাজের ঠিকাদার হিসেবে আলমডাঙ্গার ফিরোজ গত শুক্রবার থেকে কাজ শুরু করেন। সিডিউল বহির্ভুতভাবে কাজে ব্যবহার করা হয় নিম্নমানের ইট ও মাটিযুক্ত বালি। এ ধরনের নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এলাকাবাসী মৌখিকভাবে নিষেধ করে। তারপরও ঠিকাদার নিম্নমানের সামগ্রী দিয়েই কাজ করায় ফুঁসে ওঠে এলাকাবাসী। গতকাল রোববার সকালে পুনরায় কাজ শুরু করলে এলাকাবাসী কাজ বন্ধ করে দেয়। এ বিষয়ে ঠিকাদার ফিরোজের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমি দেখছি। এ ব্যাপারে চুয়াডাঙ্গা জেলা পরিষদের সহকারী প্রকৌশলী নওশাদ আলী বলেন, সিডিউলের বাইরে কাজ করা হলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *