চুয়াডাঙ্গার ডিঙ্গেদহে আলমসাধু-মোটরসাইকেল সংঘর্ষে তিনজন আহত

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার ডিঙ্গেদহে আলমসাধু-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী সাতগাড়ির আসাদ গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক। তাকে মুমূর্ষু অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই মোটরসাইকেলে থাকা সাতগাড়ির মামুন আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

জানা গেছে, চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি নতুনপাড়ার সাইদুর রহমানের ছেলে আসাদ (১৯), একই গ্রামের হিজড়াপাড়ার মামুনসহ (২৬) তিনজন মোটরসাইকেলযোগে গতকাল বুধবার বিকেলে সরোজগঞ্জের দিকে যাচ্ছিলেন। ডিঙ্গেদহ হাটখোলা বাজারের কাছে একটি আলমসাধুর সাথে মুখোমুখি ধাক্কা খায়। এতে মোটরসাইকেল আরোহী আসাদ ও মামুন গুরুতর আহত হন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *